এবার আইপিএলে নয় নম্বর লিগের ম্যাচে জিতল কলকাতা নাইট রাইডার্স। উল্টোদিকে মুম্বই ইন্ডিয়ান্স হারল লিগের নয় নম্বর ম্যাচে। শনিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ১৮ রানে হারিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্সকে। সেই সঙ্গে তারা ২০২৪ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল। এদিকে মুম্বই আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছিল। এদিন হেরে নিজেদের লজ্জা আরও বাড়াল তারা।
বৃষ্টির কারণে এই ম্যাচের ওভার কমিয়ে ১৬-তে নামিয়ে আনা হয়েছিল। টস হেরে প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স নির্দিষ্ট ১৬ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে। জবাবে ১৫৮ রানের লক্ষ্যের ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস ১৬ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানেই গুটিয়ে যায়।
কেকেআরের বিপক্ষে হারের পর ক্ষোভ ফেটে পড়ে হার্দিক
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে হারের পর মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া মূলত ব্যাটারদের উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন। ম্যাচের পর হার্দিক বলেছেন, ‘ব্যাটিং ইউনিটই আমাদের দলের ভিত্তি ছিল, কিন্তু আমরা সেটার সদ্ব্যবহার করতে পারিনি এবং রান করার গতি ধরে রাখতে পারিনি। যার মূল্য চোকাতে হয়েছে।’
আরও পড়ুন: হঠাৎ নাইটদের পোস্টে ফিরলেন DC মেন্টর সৌরভ, কী ব্যাপার?
পরিস্থিতি অনুযায়ী এটি ছিল টাই স্কোর
হার্দিক পান্ডিয়া আরও বলেছেন, ‘উইকেটটা একটু ভেজাভেজা ছিল। এবং বল একটু আটকে যাচ্ছিল, যে কারণে আমাদের প্রয়োজনীয় রান রেট অনুযায়ী ব্যাটিং করা উচিত ছিল। আমি মনে করি, পরিস্থিতি বিবেচনা করে এটি একটি টাই স্কোর ছিল। তবে বোলাররা ভালো করেছে। বাউন্ডারিতে যাওয়া প্রতিটি বলই ভিজে যাচ্ছিল। তবে বোলাররা ভালো করেছে এবং ওরা উইকেট ফেলতে থেকেছে।’
এই মরশুমে ভালো ক্রিকেট খেলতে পারেনি মুম্বই
মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ ১৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। মুম্বইয়ের কাছে ম্যাচটি নেহাৎ-ই নিয়মরক্ষার। হার্দিক পান্ডিয়া পরের ম্যাচ সম্পর্কে বলেছেন, ‘আর তো কিছুই করার নেই, শুধু মাঠে নেমে যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলতে হবে, তা উপভোগ করতে হবে। শুরু থেকেই এটা আমার উদ্দেশ্য ছিল। আমার মনে হয় না, এই মরশুমে আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছি।’
আরও পড়ুন: ঘরোয়া মরশুমে বড় পরিবতর্ন আনতে চলেছে BCCI, সিএকে নাইডু-তে উঠে যাচ্ছে টস, রঞ্জি ট্রফি হবে দুই পর্বে
হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্তই কি বুমেরাং হল?
২০২৪ আইপিএল শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। সেটা দলের অনেকেই, বিশেষ করে দলের সিনিয়ররা, যেমন- সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহরা মেনে নিতে পারেননি। এতে ড্রেসিংরুমের মধ্যে একটি ফাটল তৈরি হয়েছিল। যার ফলে, মুম্বইকে এবার টিম গেম খেলতে দেখা যায়নি। আর এর খেসারত কিন্তু দিতে হয়েছে হার্দিকদের।