ইডেনে আরসিবির কাছে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে হেরে যায় কেকেআর। মরশুমের শুরুতেই ঘরের মাঠে নাইট রাইডার্স হারলেও ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে অনবদ্য একটি পুরস্কার জিতে নেন। ম্যাচে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর সুবাদে সুপার সিক্সেস অফ দ্য ম্যাচের খেতাব জেতেন রাহানে।
ম্যাচে দু'দলের মোট ৩ জন ক্রিকেটার ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান। তা সত্ত্বেও তাঁদের টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন একজন বোলার। দুর্দান্ত বল করার সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন আরসিবির স্পিনার অল-রাউন্ডার ক্রুণাল পান্ডিয়া। আপাতত দেখে নেওয়া যাক আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে কোন পুরস্কার জিতলেন কে। কার পকেটে ঢুকল কত টাকা, চোখ রাখা যাক সেই তালিকাতেও।
কেকেআর বনাম আরসিবি আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচের পুরস্কার তালিকা
১. সুপার স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- রজত পতিদার (১ লক্ষ টাকা)।
পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলার সুবাদে সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন রজত। অর্থাৎ, ২১২.৫০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন পতিদার।
২. ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচ- সুনীল নারিন (১ লক্ষ টাকা)।
সব থেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট সংগ্রহ করার সুবাদে ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন সুনীল নারিন। তিনি প্রথমে ব্যাট হাতে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৪ রান করেন। পরে ৪ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন নারিন।
৩. সুপার সিক্সেস অফ দ্য ম্যাচ- অজিঙ্কা রাহানে (১ লক্ষ টাকা)।
অজিঙ্কা রাহানে ম্যাচে দু'দলের সব ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার সুবাদে সুপার সিক্সেস অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। তিনি ৩১ বলে ৫৬ রানের আগ্রাসী ইনিংস খেলার পথে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন।
৪. অন-দ্য গো ফোরস অ্যাওয়ার্ড- ফিল সল্ট (১ লক্ষ টাকা)।
ফিল সল্ট ম্যাচে দু'দলের সব ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি চার মারার সুবাদে অন-দ্য গো ফোরস অ্যাওয়ার্ড জিতে নেন। তিনি ৩১ বলে ৫৬ রানের আগ্রাসী ইনিংস খেলার পথে ৯টি চার ও ২টি ছক্কা মারেন।
৫. গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচ- জোশ হেজেলউড (১ লক্ষ টাকা)।
হেজেলউড ম্যাচে দু'দলের সব বোলারদের মধ্যে সব থেকে বেশি ডট বল করার সুবাদে গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। তিনি ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নেওয়ার পথে মোট ১৬টি ডট বল করেন।
৬. প্লেয়ার অফ দ্য ম্যাচ- ক্রুণাল পান্ডিয়া (১ লক্ষ টাকা)।
ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি ক্রুণাল পান্ডিয়ার। তবে ব্যাটিং পিচে ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ক্রুণাল। তিনি সাজঘরে ফেরান অজিঙ্কা রাহানে, বেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংকে।