আইপিএলের ১৮তম মরশুম এবার। আর বিশ্বের সবচেয়ে রঙিন লিগ শুরু হবে ২২ মার্চ থেকে। আর উদ্বোধনী ম্যাচেই খেলতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। কেকেআর বনাম আরসিবি ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে।
এদিকে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। কলকাতার কিছু অংশে বর্তমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাই এই ম্যাচটিও বৃষ্টির জেরে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, তিলোত্তমার ক্রিকেট ভক্তরা চাইছেন, এই ম্যাচটি যেন পুরো খেলা হয়। বৃষ্টিতে ভেস্তে না যায়। তবে শনিবার সন্ধ্যের পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ রয়েছে। তবে ইডেন পিচ কিউরেটরের দাবি, বৃষ্টি থামলে, আধ ঘণ্টার মধ্যে খেলা শুরু করে দেওয়া সম্ভব।
আরও পড়ুন: রাম নবমীর জেরে কলকাতা থেকে সরল KKR vs LSG ম্যাচ, নাইটরা খেলবে অন্য ভেন্যুতে- রিপোর্ট
যাইহোক বৃষ্টি না হলে পুরো ম্যাচই খেলা হবে। সেক্ষেত্রে ইডেনের পিচে কারা বেশি সুবিধে পাবে? আইপিএলের ম্যাচ মানেই রানের ফুলঝুরি, চার-ছক্কার বন্যা। তবে ইডেন কি অন্য পথে হাঁটবে? নাকি এখানকার পিচেও ব্যাটাররাই সুবিধে পাবেন? আসুন জেনে নেওয়া যাক-
কেকেআর বনাম আরসিবি ম্যাচের পিচ রিপোর্ট
কলকাতার ঐতিহাসিক মাঠের পিচে মূলত ব্যাটসম্যানরাই সুবিধে পাবে। তবে শুরুতে বোলাররাও কিছুটা সাহায্য পেতে পারেন। এখানে বেশির ভাগ দল টস জিতে প্রথমে বোলিং করতে পছন্দ করে, কারণ এই পিচে রান তাড়া করা খুব সহজ হয়ে যায়। রান তাড়া করার ক্ষেত্রে, শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, বিসিসিআই-এর নতুন নিয়মের কারণে অধিনায়কদের চিন্তাভাবনায় বদল আসতে পারে। বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, মাঠে অতিরিক্ত শিশির পড়লে দ্বিতীয় ইনিংসে দশ ওভারের পর আম্পায়াররা বোলিং দলের হাতে নতুন বল তুলে দিতে পারেন।
আরও পড়ুন: পরিসংখ্যানই কথা বলে... টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া নিয়ে রোহিতের মুখের উপর জবাব সিরাজের
ইডেন গার্ডেন্সে আইপিএল-এর পরিসংখ্যান ও রেকর্ড
ম্যাচ-৯৩টি
প্রথম ব্যাট করা দল জিতেছে- ৩৮টি ম্যাচ (৪০.৮৬%)
রান তাড়া করা দল জিতেছে- ৫৫টি ম্যাচ (৫৯.১৪%)
টস জেতা দল জিতেছে - ৪৯টি ম্যাচ (৫২.৬৯%)
টস হারা দল জিতেছে- ৪৪টি ম্যাচ (৪৭.৩১%)
সর্বোচ্চ স্কোর- ২৬২/২
সর্বনিম্ন স্কোর- ৪৯
আরও পড়ুন: রিপোর্ট- মহসিনের সর্বনাশে পৌষমাস হল শার্দুলের, যোগ দিলেন LSG-তে, ময়াঙ্কের চোট নিয়েও সংশয়
রানা তাড়া করা দলের সর্বোচ্চ স্কোর- ২৬২/২
প্রথমে ব্যাট করা দলের গড় স্কোর- ১৬২
কেকেআর বনাম আরসিবি হেড টু হেড
কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত আইপিএলে মোট ৩৪বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে কেকেআর ২০টি ম্যাচ জিতেছে এবং আরসিবি ১৪টি ম্যাচ জিতেছে। শনিবার কেকেআর তাদের ঘরের মাঠে খেলবে। স্বাভাবিক ভাবেই, তাদের সামনে লিড বাড়ানোর সুযোগ থাকবে।