ইডেন গার্ডেন্সে শাহরুখ খানের সব থেকে প্রাণখোলা স্টেজ শো দেখা গিয়েছিল কেকেআর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পরে। নাইটদের বিজয় মিছিলের শেষে সারা মাঠকেই স্টেজ বানিয়ে নেন কিং খান। তবে সেই একবারই নয়, বরং প্রতি বছর নিয়ম করে ইডেন গার্ডেন্সে পা পড়ে বলিউডের বাদশার। কেকেআরের মালিক হিসেবে তিনি ইডেনে উপস্থিত থাকেন দলকে উদ্দীপ্ত করতে।
এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গতবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হলেও বিজয় মিছিল আয়োজন করা সম্ভব হয়নি। এবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচ কেকেআরের ডেরায়। স্বাভাবিকভাবেই শাহরুখ এবার পুরোদস্তুর উৎসবের আয়োজনে ব্যস্ত থাকা গৃহকর্তার ভূমিকায়।
শনিবার আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআর বেশ কিছুদিন ধরেই ইডেনে অনুশীলন সারছে। বিরাট কোহলি-সহ আরসিবি দল কলকাতায় পা দেওয়ার পরেই শহরে ক্রিকেট নিয়ে উন্মাদনা তুঙ্গে। হাই-ভোল্টেজ ম্যাচের উন্মাদনায় গা ভাসানোর প্রসঙ্গ তো রয়েছেই, তার উপর বাড়তি পাওনা জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।
বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে, দীশা পাটানি, শ্রেয়া ঘোষাল, করণ আউজলারা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। তবে সেই অনুষ্ঠানে আরও চমক থাকতে পারে, এমনটা মনে হওয়া একেবারে অস্বাভাবিক নয়। কেননা শাহরুখ নিজে যখন উপস্থিত থাকবেন ইডেনে, তাঁকে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না, এমনটা ভাবা খুব স্বাভাবিক নয়। শোনা যাচ্ছে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দেখা যাবে কিং খানকে।
শাহরুখ শুক্রবারই শহরে চলে আসছেন বলে খবর। তিনি রাতের দিকে ইডেনে মহড়া দিতেও যেতে পারেন। ইডেনের বক্সে বরাবর শাহরুখের সঙ্গী হন বলিউড ও টলিউডের তারকারা। এবারও তেমনইটাই দেখা যাবে বলে খবর। বলিউড তারকারা ছাড়াও আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচের সময় ইডেনের গ্যালারিতে হাজির থাকবেন বোর্ড কর্তারা। আইসিসি প্রধান জয় শাহেরও হাজির থাকার কথা আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে।
কেকেআর-আরসিবি মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে মোট ৩৪টি ম্যাচে সম্মুখসমরে নামে। ২০টি ম্যাচ জিতেছে কেকেআর। ১৪টি ম্যাচ জিতেছে আরসিবি। সুতরাং, দু'দলের মুখোমুখি লড়াইয়ে স্পষ্টতই পাল্লা ঝুঁকে নাইট রাইডার্সের দিকে। যদিও নতুন মরশুমে হিসাবটা বদলে দিতেই পারেন বিরাট কোহলিরা। আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাই আগে থেকে এগিয়ে রাখা যাবে না কোনও দলকে।