মাত্র ২২ বছর বয়সে বড় রেকর্ড গড়ে ফেললেন আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ। শারজাহ মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গুরবাজ ১০৭ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। ওয়ানডে কেরিয়ারে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি। এর সঙ্গে, তিনি আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি করা খেলোয়াড়ও হয়েছেন। এর আগে মহম্মদ শাহজাদের সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করছিলেন তিনি। রহমানউল্লাহ গুরবাজ শুধু সেঞ্চুরিই করেননি, এদিনের ম্যাচে নিজের দলের জন্য শক্তিশালী শুরু করেছিলেন। সিরিজের প্রথম ওয়ানডে জিতেছে আফগানিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে গুরবাজের সেঞ্চুরির কারণে আফগানিস্তান দলকে আবার উজ্জীবিত দেখাচ্ছে।
আরও পড়ুন… IND vs BAN: দারুণ খেলল ভারত, তবু কেন আক্ষেপ করছেন সঞ্জয় মঞ্জরেকর
আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি
৭ শতরান: রহমানউল্লাহ গুরবাজ
৬ শতরান: মহম্মদ শাহজাদ
৫ শতরান: ইব্রাহিম জাদরান
৫ শতরান: রহমত শাহ
২ সেঞ্চুরি: করিম সাদ্দিক
আরও পড়ুন… IND vs BAN: এটা কী করলেন কোহলি? নিলেন না রিভিউ, আউট না হয়েও আউট হলেন বিরাট! রেগে লাল রোহিত শর্মা
রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরি
১৫১ বনাম পাকিস্তান
১৪৫ বনাম বাংলাদেশ
১২৭ বনাম আয়ারল্যান্ড
১২১ বনাম আয়ারল্যান্ড
১০৬ বনাম বাংলাদেশ
১০৩ বনাম নেদারল্যান্ডস
১০৫ বনাম দক্ষিণ আফ্রিকা
এদিন আরও একটি নজির গড়েছেন রহমানউল্লাহ গুরবাজ
রহমানউল্লাহ গুরবাজ আফগানিস্তানের প্রথম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনও ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। শুক্রবার শারজাহতে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৫ রানের ইনিংস খেলেন রহমানউল্লাহ গুরবাজ। এর আগে কোনও আফগান ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ফর্ম্যাটে শতরান করেননি।
আরও পড়ুন… SL vs NZ: শনিবারে খেলা হবে না, আবার রবিবার শুরু হবে ম্যাচ! তৃতীয় দিনের শেষে ২০২ রানে এগিয়ে শ্রীলঙ্কা
আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ODI ম্যাচের বর্তমান অবস্থা কী?
প্রথম ওয়ানডেতে জয়ী আফগানিস্তান দল দ্বিতীয় ম্যাচেও দারুণ শুরু করেছে। এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বোলারদের এদিন ক্লাস নেন আফগান ব্যাটাররা। প্রোটিয়া বোলারদের সামনে আফগানিস্তানের ব্যাটসম্যানদের বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। প্রথম উইকেটে ৮৮ রান যোগ করেন গুরবাজ ও রিয়াজ হাসান। এ সময় গুরবাজ সেঞ্চুরি করতে সফল হন। তিনি ১১০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৫ রান করেন এবং তিনি আউট হওয়ার সময় ৩৫ ওভারে আফগানিস্তানের স্কোর ছিল ১৮৯/২ রান।