খারাপ ফর্ম অব্যাহত কেএল রাহুলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর অস্ট্রেলিয়ার মাটিতেও ব্যর্থ তিনি। ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ-দলের ম্যাচে লজ্জাজনক ভাবে আউট হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসের পর, দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ডাহা ফেল কেএল রাহুল। মূলত অস্ট্রেলিয়ার মাটিতে ভালো পারফরম্যান্সের রেকর্ড থাকায় কেএল রাহুলকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় ইনিংসে রাহুলের এরকম ভাবে আউট হওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে Cricket.com.au-এর সোশ্যাল মিডিয়া পেজে। সেখানে লেখা হয়েছে, ‘জানিনা সে কি ভাবছিল! উপস... এটা কেএল রাহুলের একটি আশ্চর্যজনক বল ছাড়ার নমুনা।’
ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের ম্যাচের দ্বিতীয় দিনে ক্রিজে ব্যাট করতে এসেছিলেন কেএল রাহুল। প্রথম থেকেই ব্যাট করতে সমস্যা হচ্ছিল তাঁর। এরপর কোরি রোচিসিওলির ওভারে লজ্জাজনক ভাবে আউট হন রাহুল। কোরির বল বুঝেই উঠতে পারলেন না তিনি। বলটি স্পিন করে বাইরের দিকে চলে যাবে ভেবে ছেড়ে দেন রাহুল। কিন্তু বল যতটা স্পিন করবে ভেবেছিলেন, ততটা করেনি। বল তাঁর প্যাডে লাগে প্রথমে, তারপর দু’পায়ের মাঝখান দিয়ে ঢুকে গিয়ে সোজা স্টাম্পে গিয়ে লাগে। ৪৪ বল খেলে মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুল। এর আগে প্রথম ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি, মাত্র ৪ বলে ৪ করে আউট হয়ে গেছিলেন রাহুল।
কেএল রাহুলের বিদেশের মাটিতে এর আগে কিছু অনবদ্য পারফরম্যান্স রয়েছেন। সেই কারণে বিদেশ সফরে তিনি অটোমেটিক চয়েস হয়ে ওঠেন। কিন্তু সম্প্রতি তাঁর খারাপ পারফরম্যান্স রাহুলের যোগ্যতার উপরেই প্রশ্ন তুলে দিচ্ছে। উল্লেখ্য, ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে অজিরা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে মাত্র ১৬১ রানে অলআউট হয়ে যায় ভারত এ। ব্যাট হাতে একমাত্র উল্লেখযোগ্য রান করেন ধ্রুব জুরেল, ১৮৬ বলে ৮০ রান করেছিলেন তিনি। জবাবে অস্ট্রেলিয়া এ ২৩৩ রানে অলআউট হয়ে যায় তাদের প্রথম ইনিংসে। বল হাতে ভালো পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা। ৪টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা এবং ৩টি উইকেট নেন মুকেশ কুমার। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে খুব ভালো শুরু হয়নি ভারত এ দলের। মাত্র ৫৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।