আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হতে আর কয়েকটা দিন বাকি রয়েছে। পাকিস্তান আয়োজিত এই মেগা ইভেন্টে খেলার জন্য সব দলই প্রস্তুত। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলের অধীনে খেলা এই টুর্নামেন্ট আয়োজন করা হব। এই টুর্নামেন্টের জন্য একের পর এক টিম নিজেদের দল ঘোষণা করছে। তবে সকলের চোখ রয়েছে টিম ইন্ডিয়ার স্কোয়াডের দিকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দলের ১৫ সদস্যের দল ঘোষণা হতে চলেছে কয়েকদিনের মধ্যেই। এর আগে, গত কয়েকদিন ধরে ক্রিকেট বিশেষজ্ঞরা ক্রমাগত তাদের পছন্দের স্কোয়াড বাছাই করে চলেছেন। এর মধ্যে এখন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি হরভজন সিংও তার পছন্দের স্কোয়াড বেছে নিয়েছেন।
কেএল রাহুলকে জায়গা দেননি হরভজন সিং
নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করা ভিডিয়োতে হরভজন সিং আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিজের পছন্দের দল বাছলেন এবং সেই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন এবং তিনি প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেও সুযোগ দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি কে এল রাহুলকে দলে জায়গা দেননি। ভাজ্জির মতে, যশস্বী জসওয়ালের সঙ্গে রোহিত শর্মা ইনিংসের ওপেন করবেন। ভাজ্জির মতে রোহিত শর্মার সুযোগ পাওয়া দরকার।
আরও পড়ুন… গাভাসকর-মঞ্জরেকরের পথে গিয়েই কি গম্ভীরের সমালোচনা করেছেন? আকাশ চোপড়াকে জবাব দিলেন মনোজ তিওয়ারি
শ্রেয়স আইয়ারকে দেখতে চান হরভজ সিং-
হরভজন সিং বলেন, এরপর বিরাট কোহলির নামা উচিত। অর্থাৎ ৩ নম্বরে কিং কোহলিতে দেখতে চান এই প্রাক্তন খেলোয়াড়। তাই একই সঙ্গে তিনি চার নম্বরে শ্রেয়স আইয়ারকে সুযোগ দিয়েছেন এবং আইয়ার সম্পর্কেও বলেছেন যে তিনি জানেন না কেন তিনি দলের বাইরে চলে গিয়েছেন। আইয়ারের অনেক প্রশংসা করেছেন হরভজন সিং। ভাজ্জি নিজের দলে তিলক বর্মাকে অন্তর্ভুক্ত করেছেন। সাম্প্রতিক টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দারুণ পারফর্ম করেছেন তিলক। দলের উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসন বা ঋষভ পন্তকে বেছে নেওয়ার কথা বলেছেন হরভজন সিং। তবে সঞ্জুকে বেশি গুরুত্ব দিয়েছেন হরভজন সিং।
আরও পড়ুন… বর্তমানে তিন ফর্ম্যাটের সেরা বোলার বুমরাহ: জসপ্রীতকে টিম সাউদির বড় সার্টিফিকেট
রবীন্দ্র জাদেজার জায়গায় অক্ষর প্যাটেলকে দেখতে চা হরভজন সিং
যদিও হার্দিক পান্ডিয়াকে এই প্রাক্তন খেলোয়াড়ের দলে এগিয়ে রাখা হয়েছে, তিনি রবীন্দ্র জাদেজার জায়গায় অক্ষর প্যাটেলকে অগ্রাধিকার দিয়েছেন। এছাড়া কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজকে নিজের দলে অন্তর্ভুক্ত করেছেন হরভজন। এই অভিজ্ঞ স্পিন বোলারের মতে, নীতীশ রেড্ডি, শুভমন গিল এবং যুজবেন্দ্র চাহালেরও এই দলে সুযোগ পাওয়া উচিত।
আরও পড়ুন… WPL 2025 নিয়ে BCCI-এর বড় সিদ্ধান্ত! টুর্নামেন্টের আসর বসবে দেশের চারটি শহরে
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র জন্য হরভজন সিংয়ের পছন্দের ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, সঞ্জু স্যামসন বা ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, নীতীশ রেড্ডি, শুভমন গিল, যুজবেন্দ্র চাহাল।