বাংলা নিউজ > ক্রিকেট > IND vs BAN: সরফরাজ না রাহুল? কে জায়গা করে নেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে

IND vs BAN: সরফরাজ না রাহুল? কে জায়গা করে নেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে

কেএল রাহুল এবং ঋষভ পন্থ (PTI)

সম্প্রতি শেষ হয়েছে দলীপ ট্রফি। এবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। দলে প্রথম একদশে জায়গা পাবে কোন ক্রিকেটার ? সেই নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজে দলে জায়গা করে নিয়েছেন সরফরাজ খান এবং কেএল রাহুল। দুই ভারতীয় ক্রিকেটারের মধ্যে প্রথম একাদশে কে থাকবে সেই নিয়ে প্রশ্ন উঠছে। গত ইংল্যান্ড টেস্ট সিরিজে দলে ছিলেন সরফরাজ। অনবদ্য ব্যাটিং প্রদর্শন করেছিলেন তিনি, তাই এই টেস্টেও নিজের জায়গা দলে করে নেওয়ার দাবি রাখেন। নিজের জীবনের প্রথম টেস্ট সিরিজে দু’টি অর্ধশত রান করেছেন সরফরাজ, রাজকোট এবং ধর্মশালায় করা তাঁর দু’টি অর্ধশত রান প্রমাণ করে পেস এবং স্পিনের বিরুদ্ধে খেলতে সমানভাবে স্বাবলম্বী তিনি। অন্যদিকে, কেএল রাহুল চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ছিলেন না। এটি তাঁর কামব্যাক সিরিজ হতে চলেছে। এবার এই দুই ক্রিকেটারের মধ্যে কে প্রথম একাদশে জায়গা করে নেয় সেটাই দেখার। 

ইংল্যান্ড সিরিজের পর প্রচুর প্রশংসা পেয়েছিলেন সরফরাজ। তাঁর নির্ভীক এবং সাহসিক ব্যাটিং স্টাইল শক্তি যুগিয়ে ছিল ভারতের মিডিল অর্ডারকে। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে টিম ম্যানেজমেন্ট অভিজ্ঞতার উপরে জোর দিতে চাইছে। তাই কেএল রাহুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি। ৫০-এর বেশি টেস্ট খেলেছেন রাহুল, একই সঙ্গে দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ-এর কথা মাথায় রেখে রাহুলকেই বেশি প্রাধান্য দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিসিসিআই-এর তরফে বলা হয়েছে, ‘বাইরের মানুষের পক্ষে জানা বা বোঝা সম্ভব নয় কিভাবে দলের অভ্যন্তরে কাজ হয়ে থাকে, দল নির্বাচন করা হয়। কেএল রাহুল একজন অসাধারণ খেলোয়াড়। তিনি তাঁর শেষ তিনটি টেস্ট ম্যাচের মধ্যে একটিতে শতরান করেছেন, যেটি সাউথ আফ্রিকার মাটিতে করেছিলেন। এমনকি চোট পাওয়ার আগে তাঁর শেষ টেস্ট ম্যাচেও ৮৬ রানের  ইনিংস খেলেছিলেন। রাহুলকে দল থেকে বাদ দেওয়া হয়নি, তিনি চোট পেয়েছিল বলে দলের বাইরে ছিলেন। এখন সম্পূর্ণরূপে সুস্থ। দলীপ ট্রফিতে একটি অর্ধশত রানও করেছেন।  এখন তাঁর দলে সুযোগ পেতে কোনও বাধা নেই’। 

কেএল রাহুলের রেকর্ড বিদেশের মাটিতে যথেষ্ট ভালো, যা তাঁকে অন্যদের থেকে এগিয়ে রাখে। তিনি সিডনি, লর্ডস এবং সেঞ্চুরিয়ানের মতো মাঠে শতরান করেছেন।  রাহুল ভারতীয় টেস্ট দলের একজন প্রধান খেলোয়াড় হিসেবে বিগত কয়েক বছর ধরে দলের নিয়মিত সদস্য।  অন্যদিকে, সরফরাজ খান যতটুকু সুযোগ পেয়েছেন নিজেকে বারবার প্রমাণ করেছেন। বিসিসিআই চাইছে শুধুমাত্র বাংলাদেশ টেস্টের দিকে নজর দিতে না,  তারা চাইছে আসন্ন আরও বড় সিরিজগুলির কথাও মাথায় রাখতে। সেই কারণে নজর দিতে চাইছেন অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে। সেই দিক থেকে দাঁড়িয়ে কেএল রাহুলের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। একই কারণে ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেলের মধ্যে প্রথম একাদশে উইকেট কিপার হিসেবে জায়গা পেতে পারেন ঋষভ। প্রশ্ন রয়েছে দলের তৃতীয় স্পিনার কে হবে তা নিয়েও। অক্ষয় প্যাটেল নাকি কুলদীপ যাদব? কে থাকবে প্রথম একাদশে? অক্ষয় প্যাটেল দলীপ ট্রফিতে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে। অন্যদিকে দলীপ ট্রফিতে কুলদীপকে নিজের ছন্দে পাওয়া যায়নি সেই ভাবে। এবার দেখার টিম ম্যানেজমেন্ট এদের দু’জনের মধ্যে কাকে প্রাধান্য দেয়।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.