বাংলা নিউজ > ক্রিকেট > India Probable XI: শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্য়াচে পন্তকে ফেরাবে ভারত? তিনটি বড় বদল হতে পারে রোহিতদের প্রথম একাদশে

India Probable XI: শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্য়াচে পন্তকে ফেরাবে ভারত? তিনটি বড় বদল হতে পারে রোহিতদের প্রথম একাদশে

শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্য়াচে পন্তকে ফেরাতে পারে ভারত। ছবি- পিটিআই।

India vs Sri Lanka 3rd ODI: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্য়াচে ভারতের প্রথম একাদশে তিনটি রদবদল দেখা যেতে পারে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে ভারতের বোলিং মন্দ হয়নি। তবে ব্যাটিং ভরাডুবির মাশুল দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। রোহিত শর্মা ও অক্ষর প্যাটেল ছাড়া ব্যাট হাতে ভারতকে নির্ভরতা দিতে পারেননি আর কেউই। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ২৩০ রান তাড়া করতে নেমে টাই করে ভারত। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ২৪০ রান তাড়া করতে নেমে হেরে বসে টিম ইন্ডিয়া।

এই অবস্থায় সিরিজ বাঁচাতে তৃতীয় ওয়ান ডে ম্যাচ রোহিতদের কাছে ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এমন মরণ-বাঁচন ম্যাচে ভারতের কম্বিনেশনে একাধিক বদল দেখা যেতে পারে, যা পরিস্থিতির নিরিখে প্রয়োজনীয় বলেও মনে হচ্ছে।

লোকেশ রাহুলের বদলে ঋষভ পন্ত

সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারত রিজার্ভ বেঞ্চে বসাতে পারে লোকেশ রাহুলকে। তাঁর বদলে উইকেটকিপার হিসেবে মাঠে নামতে পারেন ঋষভ পন্ত। এমনটা নয় যে, উইকেটকিপিংয়ের জন্য এমন বদল দরকারি হয়ে দাঁড়িয়েছে। আসলে ব্যাটিংয়ের জন্যই প্রয়োজন পড়ছে রদবদলের।

লোকেশ রাহুল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্য়াচে ৩১ রান করলেও মোটেও আত্মবিশ্বাসী দেখায়নি তাঁকে। ঠুকঠুকে ব্যাটিংয়ে মোটে ২টি চার মারেন লোকেশ। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খাতা খুলতে পারেননি রাহুল।

আরও পড়ুন:- Rohit Sharma On Brink Of History: বিরাট মাইলস্টোনের সামনে রোহিত, গেইলকে টপকে এলিট লিস্টের দুইয়ে উঠতে দরকার মোটে ২টি ছয়

অন্যদিকে ঋষভ পন্ত চোট সারিয়ে মাঠে ফেরা যাবৎ ধারাবাহিকভাবে রান করে চলেছেন। হতে পারে কামব্যাকের পরে ওয়ান ডে ফর্ম্যাটে কোনও ম্যাচ খেলেননি পন্ত। তবে আইপিএল থেকে শুরু করে টি-২০ বিশ্বকাপ, এমনকি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও বড় রানের মুখ দেখেছেন পন্ত। তাই দরকারের সময় লোকেশের বদলে আগ্রাসী পন্তের দরজায় কড়া নাড়তে পারে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:- Neeraj Chopra Qualifies For Javelin Final: এলেন, দেখলেন, এক থ্রোয়েই ফাইনালের টিকিট পকেটে পুরলেন নীরজ, ব্যর্থ হলেন কিশোর

শ্রেয়স আইয়ারের বদলে রিয়ান পরাগ

শ্রেয়স আইয়ার দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন। তবে পরিচিত ছন্দে দেখাচ্ছে না তাঁকে। প্রথম ম্যাচে ২৩ ও দ্বিতীয় ম্যাচে ৭ রান করে আউট হন শ্রেয়স। অন্যদিকে রিয়ান পরাগ প্রয়োজনে অল-রাউন্ড ভূমিকা পালন করতে পারেন। কলম্বোর পিচে স্পিনাররা যে রকম সাহায্য পাচ্ছেন, তাতে বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি।

আরও পড়ুন:- Paris Olympics Badminton: ব্যাডমিন্টন অভিযান শেষ ভারতের, কেমন খেললেন সিন্ধুরা?

আর্শদীপ সিংয়ের বদলে হর্ষিত রানা

সর্বোপরি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হতে পারে কেকেআরের হর্ষিত রানার। গম্ভীর কেকেআরের মেন্টর থাকাকালীন সামনে থেকে দেখেছেন রানাকে। তাঁর ব্যাটের হাতও মন্দ নয়। শেষ ওয়ান ডে ম্যাচে আর্শদীপের বদলে ভারত রানাকে মাঠে নামালে অবাক হওয়ার কিছু থাকবে না।

ক্রিকেট খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.