একটা সময় টানা ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল লোকেশ রাহুলকে। কয়েকবছর আগে এক বিশ্বকাপ শুরুর আগে হঠাৎই তাঁর করা কয়েকটি বক্তব্যের জন্য সকলের কটুক্তির মুখে পড়েছিলেন রাহুল। এক টিভি শোতে গিয়ে রাহুল এমন কিছু মন্তব্য করেছিলেন, যার ফলে তিনি ভারতীয় দল থেকেও বাদ পড়েছিলেন। একই সঙ্গে মহিলাদের নিয়ে কড়া মন্তব্য নিয়ে ক্রিকেটমহলে সমালোচনার ঝড় বয়ে গেছিল। এবার সেই নিয়ে মুখ খুললেন লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক লোকেশ রাহুল।
আরও পড়ুন-গোল করলেন, করালেন! জেসিনের দুর্দান্ত ফুটবলে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
২০১৪ সালে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় লোকেশ রাহুলের। এরপর রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনি জাতীয় দলের অধিনায়কত্বও করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময় পারফরমেন্স খারাপ হওয়ার দরুর সর্বক্ষেত্রেই সমালোচিত হয়েছেন রাহুল। এরই মধ্যে বাদ পড়েন ২০২৪ টি২০ বিশ্বকাপের দল থেকেও। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে এত বেশি সংখ্যায় উইকেটরক্ষক রয়েছে, তাতে লোকেশ রাহুলের জায়গা করে নেওয়াও বেশ কঠিনই হতে চলেছে। কারণ ঋষভ পন্তকেই সব ফর্ম্যাটে ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসেবে ধরে নেওয়া হচ্ছে।
২০২২ টি২০ বিশ্বকাপের পর থেকেই আর এই ফরম্যাটে খেলতে দেখা যায় না লোকেশ রাহুলকে। সেই নিয়ে এক পডকাস্টে রাহুল বলছেন, ‘আমি এখন ট্রোলিং বেশ ভালোই হ্যান্ডেল করি। এখন আমার কিছুই যায় আসে না। কিন্তু কয়েক বছর আগে যখন আমার বয়স কম ছিল, তখন আমায় নিয়ে অনেক ট্রোলিং হত। আমি দাঁড়ালেও ট্রোলড হতাম, বসলেও ট্রোলড হতাম ’।
আরও পড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়ারেজ,জিততে অসুবিধা হল না মেসিহীন মিয়ামির! মুখে হাসি ফুটল LM10-র
রাহুল বলছেন, ‘এখন আমি আর ট্রোলিং নিয়ে ভাবি না। গত এক বছর ধরে আমি প্রায় ইনস্টাগ্রাম থেকে সরে এসেছি। আমি মাঝে মধ্যে গিয়ে পোস্ট করি, আর যত তাড়াতাড়ি সম্ভব ইনস্টাগ্রাম থেকে বেড়িয়ে আসি। ওই অনুষ্ঠানের আগে পর্যন্ত কখনই আমায় স্কুলে কোনও শাস্তি দেওয়া হয়নি বা বের করে দেওয়া হয়নি। স্কুলে ছোটখাটো দুষ্টুমি হয়ত করতাম, কিন্তু তার জন্য কখনও অভিভাবকদের ডেকে পাঠানো হয়নি। ওটাই আমার প্রথম এমন অভিজ্ঞতা ছিল, আর কতটা খারাপ লাগে সেটা সেটা তুমি বুঝতেই পারছ’।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাতা লিগে ৮-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরের
গতবছর ওডিআই বিশ্বকাপে ১০ ম্যাচে ৪৫২ রান করেছিলেন রাহুল, তবে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৭ বলে ৬৬ রানের ধীর গতির ইনিংসের পর ব্যাপক সমালোচিত হন তিনি।