বাংলা নিউজ > ক্রিকেট > Duleep Trophy 2024: ব্যর্থ হল লোকেশ রাহুল ও আকাশ দীপের লড়াই, দলীপে ঈশ্বরনদের কাছে হার শুভমন গিলদের

Duleep Trophy 2024: ব্যর্থ হল লোকেশ রাহুল ও আকাশ দীপের লড়াই, দলীপে ঈশ্বরনদের কাছে হার শুভমন গিলদের

দলীপে ঈশ্বরনদের কাছে হার শুভমন গিলদের। ছবি- পিটিআই।

Duleep Trophy 2024: দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নেওয়া ছাড়াও দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ইনিংস খেলেন বাংলার আকাশ দীপ।

ইন্ডিয়া-বি দলকে দ্বিতীয় ইনিংসে সস্তায় বেঁধে রেখেও ম্যাচ জিততে পারল না ইন্ডিয়া-এ দল। ফলে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে অভিমন্যু ঈশ্বরনদের কাছে হারতে হয় শুভমন গিলদের। জয়ের জন্য ইন্ডিয়া-এ দলের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৭৫ রানের। শেষ ইনিংসে ইন্ডিয়া-এ দল দু'শো রানের গণ্ডি টপকাতেও ব্যর্থ হয়।

বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইন্ডিয়া-বি দল। তারা প্রথম ইনিংসে ৩২১ রান তোলে। অথচ একটা সময় ইন্ডিয়া-বি দল প্রথম ইনিংসে ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল। মুশির খান শেষমেশ ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৫৬ রান করেন নভদীপ সাইনি। ইন্ডিয়া-এ দলের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন আকাশ দীপ। ২টি করে উইকেট নেন খলিল আহমেদ ও আবেশ খান।

পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া-এ দল ২৩১ রানে অল-আউট হয়ে যায়। লোকেশ রাহুল ৩৭, মায়াঙ্ক আগরওয়াল ৩৬, শুভমন গিল ২৫, রিয়ান পরাগ ৩০ ও তনুষ কোটিয়ান ৩২ রান করেন। ইন্ডিয়া-বি দলের হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন মুকেশ কুমার ও নভদীপ সাইনি। ২টি উইকেট নেন সাই কিশোর। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৯০ রানের লিড পেয়ে যায় ইন্ডিয়া-বি দল।

আরও পড়ুন:- Duleep Trophy 2024: বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া-বি দল অল-আউট হয় ১৮৪ রানে। ঋষভ পন্ত ৬১, সরফরাজ খান ৪৬, নীতীশ রেড্ডি ১৯, যশ দয়াল ১৬ ও নভদীপ সাইনি ১৩ রান করেন। যশস্বী জসওয়াল ৯ ও অভিমন্যু ঈশ্বরন ৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি নভদীপ সাইনি। ইন্ডিয়া-এ দলের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন আকাশ দীপ। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নেন তিনি। এছাড়া ৩টি উইকেট নেন খলিল আহমেদ।

আরও পড়ুন:- প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেছিলেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায়- ভিডিয়ো

ইন্ডিয়া-এ দলের শেষ ইনিংস গুটিয়ে যায় ১৯৮ রানে। ফলে ৭৬ রানের বড়সড় ব্যবধানে ম্যাচ জেতেন অভিমন্যুরা। দল হারায় ব্য়র্থ হয় ব্যাটে-বলে আকাশ দীপের লড়াই। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল লড়াকু হাফ-সেঞ্চুরি করেন। তবে ইন্ডিয়া-এ দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না লোকেশের সেই প্রয়াস।

আরও পড়ুন:- ৭টি টেস্ট সেঞ্চুরি ৭টি আলাদা দেশের বিরুদ্ধে, বিরল রেকর্ড ওলি পোপের

লোকেশ রাহুল ৫৭ রান করেন। ৪২ বলে ৪৩ রান করেন আকাশ দীপ। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন। রিয়ান পরাগ ৩১, শুভমন গিল ২১ ও শিবম দুবে ১৪ রান করেন। শেষ ইনিংসে ইন্ডিয়া-বি দলের যশ দয়াল নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নেন মুকেশ কুমার ও নভদীপ সাইনি। ম্যাচের সেরা হব বি-দলের মুশির খান।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.