ইন্ডিয়া-বি দলকে দ্বিতীয় ইনিংসে সস্তায় বেঁধে রেখেও ম্যাচ জিততে পারল না ইন্ডিয়া-এ দল। ফলে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে অভিমন্যু ঈশ্বরনদের কাছে হারতে হয় শুভমন গিলদের। জয়ের জন্য ইন্ডিয়া-এ দলের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৭৫ রানের। শেষ ইনিংসে ইন্ডিয়া-এ দল দু'শো রানের গণ্ডি টপকাতেও ব্যর্থ হয়।
বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইন্ডিয়া-বি দল। তারা প্রথম ইনিংসে ৩২১ রান তোলে। অথচ একটা সময় ইন্ডিয়া-বি দল প্রথম ইনিংসে ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল। মুশির খান শেষমেশ ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৫৬ রান করেন নভদীপ সাইনি। ইন্ডিয়া-এ দলের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন আকাশ দীপ। ২টি করে উইকেট নেন খলিল আহমেদ ও আবেশ খান।
পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া-এ দল ২৩১ রানে অল-আউট হয়ে যায়। লোকেশ রাহুল ৩৭, মায়াঙ্ক আগরওয়াল ৩৬, শুভমন গিল ২৫, রিয়ান পরাগ ৩০ ও তনুষ কোটিয়ান ৩২ রান করেন। ইন্ডিয়া-বি দলের হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন মুকেশ কুমার ও নভদীপ সাইনি। ২টি উইকেট নেন সাই কিশোর। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৯০ রানের লিড পেয়ে যায় ইন্ডিয়া-বি দল।
দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া-বি দল অল-আউট হয় ১৮৪ রানে। ঋষভ পন্ত ৬১, সরফরাজ খান ৪৬, নীতীশ রেড্ডি ১৯, যশ দয়াল ১৬ ও নভদীপ সাইনি ১৩ রান করেন। যশস্বী জসওয়াল ৯ ও অভিমন্যু ঈশ্বরন ৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি নভদীপ সাইনি। ইন্ডিয়া-এ দলের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন আকাশ দীপ। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নেন তিনি। এছাড়া ৩টি উইকেট নেন খলিল আহমেদ।
ইন্ডিয়া-এ দলের শেষ ইনিংস গুটিয়ে যায় ১৯৮ রানে। ফলে ৭৬ রানের বড়সড় ব্যবধানে ম্যাচ জেতেন অভিমন্যুরা। দল হারায় ব্য়র্থ হয় ব্যাটে-বলে আকাশ দীপের লড়াই। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল লড়াকু হাফ-সেঞ্চুরি করেন। তবে ইন্ডিয়া-এ দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না লোকেশের সেই প্রয়াস।
আরও পড়ুন:- ৭টি টেস্ট সেঞ্চুরি ৭টি আলাদা দেশের বিরুদ্ধে, বিরল রেকর্ড ওলি পোপের
লোকেশ রাহুল ৫৭ রান করেন। ৪২ বলে ৪৩ রান করেন আকাশ দীপ। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন। রিয়ান পরাগ ৩১, শুভমন গিল ২১ ও শিবম দুবে ১৪ রান করেন। শেষ ইনিংসে ইন্ডিয়া-বি দলের যশ দয়াল নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নেন মুকেশ কুমার ও নভদীপ সাইনি। ম্যাচের সেরা হব বি-দলের মুশির খান।