বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2025- LSG ছাড়ছেন KL Rahul! ভাইরাল ভিডিয়োয় শুরু জল্পনা! RCB-তে যোগ স্রেফ সময়ের অপেক্ষা?

IPL 2025- LSG ছাড়ছেন KL Rahul! ভাইরাল ভিডিয়োয় শুরু জল্পনা! RCB-তে যোগ স্রেফ সময়ের অপেক্ষা?

লোকেশ রাহুল আইপিএলের ম্যাচে। ছবি- এএফপি (AFP)

আরসিবির এক ফ্যান লোকেশ রাহুলকে উদ্দেশ্য করে বলেন, আগামী মরশুমে তিনি চান তার প্রিয় দলেই যেন লোকেশ রাহুল খেলেন। ভক্তের মুখে সেই আর্জি শোনার পর তা উড়িয়ে না দিয়ে এলএসজির অধিনায়ক এমন কথা বলে বসেন, যাতে তার ঘরে ফেরার জল্পনা আরও বেড়ে যায়।  রাহুল বলেন, ‘লেটস হোপ সো (অর্থাৎ আশা করা যাক) ’।

আরসিবিতে কি আগামী বছরের আইপিএলে খেলতে চলেছেন লোকেশ রাহুল, হঠাৎই সেই জল্পনা চরমে। নিজেই সেই জল্পনা বাড়িয়ে দিলেন ভারতীয় দলের এই ক্রিকেটার। আসলে এবারের আইপিএলের সময়ই দলের খারাপ পারফরমেন্সের জন্য সরাসরি লোকেশ রাহুলকে দায়ি করে মাঠের মধ্যেই ব্যাপক বকাবকি করেছিলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

একজন অধিনায়কের পক্ষে বন্ধ ঘরে সেই বকাঝকা মেনে নেওয়া গেলেও, সবার সামনে মাঠের ভিতর এমন অপমান মেনে নেওয়া কঠিনই ছিল এলএসজি অধিনায়ক লোকেশ রাহুলের ক্ষেত্রে। খেলার হার জিত থাকতেই পারে, কিন্তু তাই বলে দল প্লে অফে না উঠতেই যে তাঁকে এমন বকাঝকা করবেন মালিক,সেটা বুঝতেই পারেননি রাহুল। এই আবহেই এবার রাহুলের এক ভিডিয়ো ভাইরাল হল, যেখানে তাঁর বক্তব্যেই ধোঁয়াশা তৈরি হল এলএসজিতে থাকা নিয়ে।

আরও পড়ুন-আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত?

যদিও আইপিএলে সানরাইজার্সের বিরুদ্ধে সেই ম্যাচের পর অনেক জল গড়িয়েছে। সঞ্জীব গোয়েঙ্কাও রাহুলকে ডেকে বিষয়টি মিটমাট করে নিয়েছেন। এরপর কলকাতায় এসেও গোয়েঙ্কা হাউসে বৈঠক করে গেছেন এলএসজি অধিনায়ক। সম্প্রতি দলের নবনিযুক্ত মেন্টর জাহির খানকে লোকেশ রাহুলকে নিয়ে প্রশ্ন করা হলেও তিনি জানিয়েছিলেন রাহুল তাঁদের পরিবারেরই সদস্য। এই আবহেই রাহুলের এক ভিডিয়ো সামনে এসেছে, সেখানে আরসিবি ফ্যানকে উত্তর দিতে গিয়ে কর্ণাটকের ছেলের কয়েকটি কথাই জল্পনা বাড়িয়েছে।

আরও পড়ুন-ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! সুইডেন ২, ভারত ০

আরসিবির এক ফ্যান সেখানে লোকেশ রাহুলকে উদ্দেশ্য করে বলেন, আগামী মরশুমে তিনি চান তার প্রিয় দলেই যেন লোকেশ রাহুল খেলেন। প্রসঙ্গত কর্ণাটকের ক্রিকেটার লোকেশ রাহুল, নিজের কেরিয়ারের শুরুর দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলেছিলেন। এরপর তিনি পঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেন। ভক্তের মুখে সেই আর্জি শোনার পর তা উড়িয়ে না দিয়ে এলএসজির অধিনায়ক এমন কথা বলে বসেন, যাতে তার ঘরে ফেরার জল্পনা আরও বেড়ে যায়।

 

 

আরও পড়ুন-জার্সি-টিফোয় নায়ক বরণ! ৯০০ গোলের জন্য রোনাল্ডোকে ভালোবাসায় ভরালেন ক্লাবের সমর্থকরা…

সেই ভিডিয়োতে লোকেশ রাহুলকে পাল্টা সেই ভক্তের উদ্দ্যেশে বলতে শোনা যায়, ‘লেটস হোপ সো (অর্থাৎ আশা করা যাক) ’। কোথাও গিয়ে রাহুলের মধ্যেও কি তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাটের পাশে ফেরার সুপ্ত বাসনা রয়েছে, এই প্রশ্নই জোরদার হয়েছে। যদিও ভুলে গেলে চলবে না, দক্ষিণ ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারের ওপর কিন্তু চোখ রয়েছে চেন্নাই সুুপার কিংসেরও। কারণ ঋষভ পন্ত দিল্লি না ছাড়লে, আর মহেন্দ্র সিং ধোনি যদি ফুল ফিট না হল সেক্ষেত্রে সিএসকের এমন একজন উইকেটরক্ষক প্রয়োজন যিনি দলকে জেতাতে সক্ষম, সেক্ষেত্রে রাহুল ভালো পছন্দ হতেই পারেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.