আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আগে, নিজের ছাত্রকে নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা। কোহলির শৈশবের কোচ মনে করেন তাঁর ছাত্র তথা টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান ছন্দে ফিরবেন। আসলে সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন বিরাট কোহলি। কোচ রাজকুমার শর্মা মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫টি ঘুরে দাঁড়াবেন বিরাট কোহলি। আইসিসি-র এই টুর্নামেন্ট থেকে নিজের কেরিয়ারের অসাধারণ পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখবেন কোহলি।
এএনআই-এর সঙ্গে কথা বলার সময়ে বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা বলেন, ‘কিছু ম্যাচ খারাপ যাওয়ার মানে এই নয় যে খেলোয়াড় ফর্মের বাইরে। তার আগের রেকর্ড দেখলে বোঝা যাবে তিনি দেশের জন্য কী করেছেন। আমি বিশ্বাস করি, তিনি সেই চ্যাম্পিয়ন খেলোয়াড়ের মতোই খেলবেন, যেমনটি তিনি সবসময় করে এসেছেন।’
আরও পড়ুন … WPL 2025: অ্যাশলে গার্ডনারের অলরাউন্ড পারফরম্যান্স, UP Warriorz-র বিরুদ্ধে ৬ উইকেটে জিতল Gujarat Giants
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিরাট কোহলি দুই ম্যাচে অংশ নেন। হাঁটুর চোটের কারণে প্রথম ওয়ানডে খেলতে পারেননি তিনি। আর পরের দুটি ম্যাচে তিনি ৫ ও ৫২ রান করেন। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি নিজের ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করবেন। অনেকেই মনে করেন যদি এই টুর্নামেন্টে বিরাট কোহলি নিজের ফর্ম খুঁজে না পান তাহলে তাঁর কেরিয়ারের বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। তবে তাঁর কোচ রাজকুমার শর্মা মনে করেন, তেমনটা হবে না। এর কারণ হল এই টুর্নামেন্ট থেকেই ফর্মে ফিরে আসবেন বিরাট কোহলি।
আরও পড়ুন … ZIM vs IRE 2nd ODI: কার্টিস ক্যাম্পফারের অলরাউন্ড পারফরমেন্স, জিম্বাবোয়েকে ৬ উইকেটে হারাল আয়ারল্যান্ড
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সম্পর্কে কোচ রাজকুমার শর্মা বলেন, ‘ভারতের সুযোগ ভালোই আছে এবং দলটি অন্যতম ফেভারিট। এটি একটি শক্তিশালী দল।’ জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি নিয়ে রাজকুমার শর্মা বলেন, তার গুরুত্বপূর্ণ শুরুর ব্রেকথ্রু ও ডেথ ওভারের দক্ষতার অভাবটা দল ভালো করেই বুঝতে পারবে। বিরাটের কোচ বলেন জসপ্রীতের অনুপস্থিতি টিম ইন্ডিয়ার জন্য বড় ক্ষতি হতে পারে। যদিও তাঁর পরিবর্তে তরুণ পেসার হর্ষিত রানা সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন … Champions Trophy 2025 শুরুর আগেই পাকিস্তান দলে খুশির খবর! সম্পূর্ণ সুস্থ টিমের গুরুত্বপূর্ণ পেসার
বিরাট কোহলিররাজকুমার শর্মা বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক কারণ বুমরাহ আমাদের প্রধান ফাস্ট বোলার এবং তার অনুপস্থিতি অনুভূত হবে। আমি তাঁকে বিশ্বসেরা বোলার মনে করি, কারণ তিনি শুরুতে গুরুত্বপূর্ণ উইকেট নেন এবং ডেথ ওভারেও দুর্দান্ত বোলিং করেন।’