সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল রবিবার। মুখোমুখি আজিঙ্কা রাহানের মুম্বই এবং বেঙ্কটেশ আইয়ারের মধ্যপ্রদেশ দল। দুই দলই এবারে সম্মুখ সমরে আসছে টি২০ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। মুম্বই দল অবশ্য রঞ্জি ট্রফি থেকে শুরু করে ইরানি ট্রফি, সবেতেই নজর কেড়েছে। এবার টি২০ ফরম্যাটেও তাঁরা ভারতসেরা হওয়ার লক্ষ্যে রয়েছে।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
আজিঙ্কা রাহানে এবং বেঙ্কটেশ আইয়ার দুই ক্রিকেটারকেই আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স দল নিজেদের দলে নিয়েছে। বেঙ্কটেশ আইয়ারকে তো বিশাল ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। রাহানেকেও একপ্রকার ব্যাক আপ ওপেনার হিসেবেই দলে নেয় কেকেআর, আর তারপর থেকেই যেন জ্বলে উঠেছেন এই তারকা ব্যাটার।
অবশ্য দুই দলের অন্যতম সেরা তারকা নাইট রাইডার্সের এই দুই ক্রিকেটার হলেও তাঁদের দলের অধিনায়ক আলাদা। যেমন মুম্বইয়ের টি২০ দলের অধিনায়ক কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ার, তিনি পঞ্জাব কিংসে সই করেছেন। অন্যদিকে মধ্যপ্রদেশের অধিনায়ক পদে রয়েছেন আরসিবির ক্রিকেটার রজত পতিদার। এছাড়াও এই ম্যাচে নজর থাকবে, কারণ মুম্বইয়ের হয়ে খেলছেন ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও।
এই ম্যাচ দেখা যাবে লাইভে টিভিতে এবং অনলাইনেও। খেলা শুরু বিকেল সাড়ে চারটে থেকে। এই ম্যাচ টিভিতে সরাসরি দেখা যায় স্পোর্টস ১৮ খেল চ্যানেলে। এছাড়াও জিও সিনেমা অ্যাপে দর্শকরা দেখতে পারবেন খেলা। ঘরোয়া ক্রিকেট লিগ হলেও আইপিএলের তারকারা খেলায়, এই ফাইনাল ম্যাচেও যথেষ্ট দর্শক আসবে বলে আসায় সম্প্রচারকারী সংস্থারা।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
স্রেফ আজিঙ্কা রাহানে বা বেঙ্কটেশ আইয়ারের কথা বললেই অবশ্য হবে না। কারণ এই দুই দলের প্রথম একাদশে রয়েছে অংকৃষ রঘুবংশীর মতো কেকেআরে খেলা আরও ক্রিকেটার, যিনি খেলেন মুম্বই দলের হয়ে। ফলে এই টপ অর্ডার ব্যাটারের দিকেও নজর থাকবে। একঝলকে তিন ক্রিকেটারেরই এবারের প্রতিযোগিতায় পারফরমেন্সে চোখ রাখা যাক।
আজিঙ্কা রাহানের মুম্বইয়ের হয়ে কেমন খেলছেন SMATতে?
বরোদার বিরুদ্ধে ৫৬ বলে ৯৮ রান
বিদর্ভের বিরুদ্ধে ৮৪ রান
অন্ধ্রের বিরুদ্ধে ৯৫ রান
সার্ভিসেসের বিরুদ্ধে ২২ রান
নাগাল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং করতে হয়নি তাঁকে
কেরলের বিরুদ্ধে ৬৮ রান
মহারাষ্ট্রের বিরুদ্ধে ৫২ রান
গোয়ার বিরুদ্ধে ১৩ রান
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
বেঙ্কটেশ আইয়ারের পারফরমেন্স কেমন SMATতে?
দিল্লির বিরুদ্ধে ২ উইকেট নেন ১২ রান দিয়ে
সৌরাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ৩৮ রান ও ২৩ রানে ২ উইকেট
বিহারের বিরুদ্ধে অপরাজিত ২৭ রান ও ১৯ রানে ১ উইকেট
হায়দরাবাদের বিপক্ষে ২২ রান
রাজস্থানের বিরুদ্ধে ১৬ রান
বাংলার বিরুদ্ধে অপরাজিত ১২ রান
পঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ২২ রান
মেঘালয়ের বিরুদ্ধে অপরাজিত ৩৭ রান ও ৯ রানে ১ উইকেট
মিজোরামের বিরুদ্ধে ৩৬ রান
অংকৃষ রঘুবংশীর কেমন পারফরমেন্স SMATতে?
নাগাল্যান্ডের বিরুদ্ধে করেন অপরাজিত ৪১ রান
কেরলের বিরুদ্ধে করেন ১৬ রান
মহারাষ্ট্রের বিরুদ্ধে ২১ রান
গোয়ার বিরুদ্ধে ৬ রান