অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড গড়ে বলে চেন্নাই সুপার কিংসকে ড্যাডস আর্মি বলে অভিহিত করা হয়। যদিও এবার আইপিএল ২০২৫-এর আগে সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা যাচ্ছে। মেগা নিলাম থেকে সিএসকে যে স্কোয়াড গড়ে নিয়েছে, তাতে ক্রিকেটারদের গড় বয়সের নিরিখে চেন্নাই তুলনায় তরুণ স্কোয়াড নিয়ে মাঠে নামতে চলেছে।
গড়ে সব থেকে বেশি বয়সের ক্রিকেটার রয়েছে কলকাতা নাইট রাইডার্সে। অর্থাৎ, এবছর সিএসকে নয়, বরং ড্যাডস আর্মি বলা যায় কেকেআরকে।
১ ডিসেম্বর ২০২৪-এ কেকেআর তারকাদের বয়স
১. মইন আলি- ৩৭ বছর ১৬৬ দিন।
২. আন্দ্রে রাসেল- ৩৬ বছর ২১৬ দিন।
৩. সুনীল নারিন- ৩৬ বছর ১৮৯ দিন।
৪. অজিঙ্কা রাহানে- ৩৬ বছর ১৭৮ দিন।
৫. মণীশ পান্ডে- ৩৫ বছর ৮২ দিন।
৬. বরুণ চক্রবর্তী- ৩৩ বছর ৯৪ দিন।
৭. কুইন্টন ডি'কক- ৩১ বছর ৩৫০ দিন।
৮. রোভম্যান পাওয়েল- ৩১ বছর ১৩১ দিন।
৯. এনরিখ নরকিয়া- ৩১ বছর ১৫ দিন।
১০. বেঙ্কটেশ আইয়ার- ২৯ বছর ৩৪২ দিন।
১১. স্পেনসার জনসন- ২৮ বছর ৩৫১ দিন।
১২. রমনদীপ সিং- ২৭ বছর ২৩২ দিন।
১৩. রিঙ্কু সিং- ২৭ বছর ৫০ দিন।
১৪. মায়াঙ্ক মার্কান্ডে- ২৭ বছর ২০ দিন।
১৫. বৈভব আরোরা- ২৬ বছর ৩৫৩ দিন।
১৬. অনুকূল রায়- ২৬ বছর ১ দিন।
১৭. উমরান মালিক- ২৫ বছর ৯ দিন।
১৮. লুবনীত সিসোদিয়া- ২৪ বছর ৩২১ দিন।
১৯. রহমানউল্লাহ গুরবাজ- ২৩ বছর ৩ দিন।
২০. হর্ষিত রানা- ২২ বছর ৩৪৫ দিন।
২১. অংকৃষ রঘুবংশী- ২০ বছর ১৭৯ দিন।
কেকেআরের স্কোয়াডে ৩৫ বছরের বেশি বয়সের ক্রিকেটার রয়েছেন ৫ জন। এই পাঁচজনকে মিলিয়ে কেকেআরের স্কোয়াডে ৩০ বছরের বেশি বয়সের ক্রিকেটার রয়েছেন মোট ৯ জন। ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বয়স কলকাতার ৮ জন ক্রিকেটারের। কলকাতার সব থেকে বেশি বয়সের ক্রিকেটার হলেন মইন আলি। সব থেকে কম বয়সের ক্রিকেটার অংকৃষ রঘুবংশী। কলকাতার স্কোয়াডে ২০ বছরের নীচের কোনও ক্রিকেটার নেই।
কোন দলের ক্রিকেটারদের গড় বয়স কত?
১. কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডের ক্রিকেটারদের গড় বয়স ২৮ বছর ৯ মাসের মতো।
২. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের গড় বয়স ২৮ বছরের আশেপাশে।
৩. সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের গড় বয়স ২৮ বছরের আশেপাশে।
৪. পঞ্জাব কিংসের ক্রিকেটারদের গড় বয়স ২৭ বছর ৯ মাসের মতো।
৫. মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের গড় বয়স ২৭ বছর ৭ মাসের মতো।
৬. দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের গড় বয়স ২৭ বছর ৬ মাসের মতো।
৭. গুজরাট টাইটানসের ক্রিকেটারদের গড় বয়স ২৬ বছর ১১ মাসের মতো।
৮. চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের গড় বয়স ২৬ বছর ৮ মাসের মতো।
৯. লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারদের গড় বয়স ২৫ বছর ৫ মাসের মতো।
১০. রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদের গড় বয়স ২৫ বছর ৩ মাসের মতো।
সুতরাং, কেকেআর সব থেকে বুড়ো স্কোয়াড নিয়ে মাঠে নামবে আইপিএল ২০২৫-এ। সব থেকে তরুণ স্কোয়াড নিয়ে মাঠে নামবে রাজস্থান রয়্যালস।