বাংলা নিউজ > ক্রিকেট > IPL-KKR: কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর কুমার সাঙ্গাকারা? জল্পনা তুঙ্গে

IPL-KKR: কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর কুমার সাঙ্গাকারা? জল্পনা তুঙ্গে

কুমার সাঙ্গাকারা। (ছবি সৌজন্যে: রাজস্থান রয়্যালস)

আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। মেন্টর ছিলেন গৌতম গম্ভীর।  কিন্তু গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ায় সেই স্থান শূন্য হয়েছে। সেই জায়গায় এবার কুমার সাঙ্গাকারাকে বসাতে চলেছে কেকেআর ম্যানেজমেন্ট!   

গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি ভারতের জাতীয় দলের কোচ হওয়ায় সেই শূন্যস্থান কে পূরণ করবেন সেই নিয়ে নানা জল্পনা চলছে। অন্যদিকে সুত্রমতে প্রাক্তন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের মেন্টর হতে চলেছে ফের এবং কুমার সাঙ্গাকারার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে আর.আর শিবির। এবার কী তবে এই বর্ষীয়ান শ্ৰীলঙ্কান ব্যাটসম্যানের গন্তব্য কলকাতা? তেমনি শোনা যাচ্ছে নাইট বাহিনীর অন্দরে। ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস-এ ফেরা একপ্রকার নিশ্চিত। 

জানা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের তরফে ইতিমধ্যেই কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা বলা হয়েছে।  ২০২১ সাল থেকে রাজস্থানের ক্রিকেট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। আগামী মরশুম থেকে সেই কাজ থেকে অব্যাহতি নিতে চলেছেন।  একই সঙ্গে রাজস্থানের কোচ হিসেবে প্রত্যাবর্তন হতে চলেছে রাহুল দ্রাবিড়ের, তাঁর সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোরেরও। ইতিমধ্যেই কেকেআর-এর তরফে চন্দ্রকান্ত পন্ডিতকে হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে ও ভরত অরুনকে বোলিং কোচ। অন্যদিকে সহকারী কোচ অভিষেক নায়ের ও ফিল্ডিং কোচ রায়ান গম্ভীরের সঙ্গে ভারতীয় দলে যোগ দিয়েছেন।  

অন্যদিকে, কেকেআরের তরফে কুমার সাঙ্গাকারার সঙ্গে কোচিংয়ের বিষয়ে প্রাথমিক পর্যায়ের কথা বলা হয়েছে।  যদিও শুধু কলকাতা নয় সাঙ্গাকারার কাছে আইপিএলের আরও বেশ কিছু টিমের অফারও রয়েছে।  এখন দেখার গম্ভীরের উত্তরসূরি হিসেবে কে এই হটসিটে বসে।  প্রসঙ্গত, বিগত বেশ কিছু মরশুমে হতাশজনক পারফরম্যান্সের পর গত মরশুমে গম্ভীরকে মেন্টর হিসেবে নিযুক্ত করে নাইট বাহিনী।  ফলও পেয়েছে হাতেনাতে। আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। শুধু চ্যাম্পিয়ন হওয়ায় নয় পুরো টুর্নামেন্টে অনবদ্য খেলা খেলতে দেখা যায় কলকাতাকে। 

আগামী বছর আইপিএলকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব ফ্রাঞ্চাইজি। বিসিসিআইয়ের তরফে সম্ভবত চলতি মাসের শেষেই মেগা অকশানের কথা ঘোষণা করা হবে।  একই সঙ্গে জানানো হবে কোন দল কোন তারকা ক্রিকেটারদের নিজেদের দলে রাখতে চায় এবং কাদের দল থেকে বাদ দিতে চায়।  এই বিষয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে।  অনেক তারকা ক্রিকেটারদের শহর পরিবর্তন হওয়ার সম্ভাবনাও বেশ জোরাল।  তবে দেখা যাক কোন দল মরশুম শুরুর আগে সবচেয়ে বেশি নিজেদের গুছিয়ে নিতে পারে।

ক্রিকেট খবর

Latest News

'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন সিবিআই দফতরে রাজ্য পুলিশের কর্তা, সেই ডিসি নর্থ! বেরোলেন ঘণ্টাখানেক পরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.