বাংলা নিউজ > ক্রিকেট > Kolkata man behind Will Young's success: রোহিতদের লজ্জায় ফেলা কিউয়ির সাফল্যের নেপথ্যে কলকাতার বাঙালি! ইয়ংকে দেখিয়েছেন পথ

Kolkata man behind Will Young's success: রোহিতদের লজ্জায় ফেলা কিউয়ির সাফল্যের নেপথ্যে কলকাতার বাঙালি! ইয়ংকে দেখিয়েছেন পথ

ওয়াংখেড়েতে উইলিয়াম ইয়ং। (ছবি সৌজন্যে এপি)

কেন উইলিয়ামসন চোট না পেলে হয়তো ভারতে একটি টেস্টেও খেলতে পারতেন না। কিন্তু কেন চোট পাওয়ায় ভারতীয় সফরে এসে রোহিত শর্মাদের লজ্জার মুখে ফেলে দিয়েছেন উইল ইয়ং। আর তাঁর সাফল্যের নেপথ্যে আছেন কলকাতার বাঙালি।

পরিবর্তে হিসেবে দলে ঢোকেন। আর পরিবর্ত হিসেবে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরু, পুণে এবং ওয়াংখেড় টেস্টে উইল ইয়ং যা করেছেন, তাতে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে চিরকালের জন্য ঠাঁই পেয়ে গিয়েছেন কিউয়ি ব্যাটার। আর তাঁর সাফল্যের নেপথ্যে রয়েছেন কলকাতার এক বাঙালি। যিনি ২১ বছর ধরে নিউজিল্যান্ডে আছেন। ইয়ংয়ের সঙ্গে সম্পর্কও প্রায় ২০ বছর। খেলোয়াড় হিসেবে তো বটেই, ব্যক্তি ইয়ংকেও জীবনে পথ দেখিয়েছেন। যে কথাটা স্বীকার করতে একেবারেই কুণ্ঠা করেন ইয়ং। 

১১ বছর আগে বেঙ্গালুরুতে এসেছিলেন ইয়ং

সেই বাঙালি দেবু বণিকের হাত ধরেই ইয়ং ২০১৩ সালে বেঙ্গালুরুতে এসেছিলেন। সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সেই বছর বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসে তিন সপ্তাহ কঠোর ট্রেনিং করেছিলেন ট্রেনিং। সামলেছিলেন স্পিন।

‘সলিড’ ডিফেন্সিভ টেকনিক ইয়ংয়ের

যে অভিজ্ঞতা নিশ্চিতভাবে এবারের ভারত সফর কাজে লেগেছে ইয়ংয়ের। তিনটি টেস্টেই গুরুত্বপূর্ণ রান করেছেন। বেঙ্গালুরুতে স্পিনের অত ব্যাপার না থাকলেও পুণে এবং ওয়াংখেড়েতে স্পিনের বিরুদ্ধে তাঁকে বেশ ‘সলিড’ দেখিয়েছে। টি-টোয়েন্টির যুগে যেখানে ব্যাটারদের ডিফেন্সিভ খেলার মানসিকতা কমে আসছে বলে যেখানে অনুযোগ করেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর, সেখানে তাঁর চোখের সামনেই ইয়ংয়ের ডিফেন্স বেশ মজবুত মনে হয়েছে। 

আরও পড়ুন: Ashwin's carrom ball: হৃত গরিমা ফেরাতে ব্রহ্মাস্ত্র ক্যারম বল দিতেই বাজিমাত, কেন হল দেরি, বৈজ্ঞানিক ব্যাখ্যা অশ্বিনের

তিনে নেমে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের সামলেছেন ইয়ং। নিউজিল্যান্ড প্রথম উইকেট হারানোর পরে ভারতীয় বোলাররা যে ঝটপট উইকেট তুলে নেবেন, সেটার দরজা বন্ধ করে দিয়েছেন প্রতিটি ইনিংসেই। বেঙ্গালুরুতে ৩৩ রান এবং অপরাজিত ৪৮ রান করেন। পুণেতে করেন ১৮ রান এবং ২৩ রান। ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে ৭১ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৫১ রান করেছেন।

শুধু ক্রিকেটার নন, মানুষ ইয়ংয়েরও মেন্টর দেবু বণিক

যদিও ইয়ংয়ের মেন্টর দেবুর মতে, ক্রিকেটের স্কোরের থেকে ভালো মানুষ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আর সেটার ক্ষেত্রেও দেবুর অনেকটা অবদান আছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ১১ বছর থেকে ইয়ংয়ের মেন্টর হলেন দেবু। স্কুলের পরে রাত পর্যন্ত অনুশীলন করতেন ইয়ং। তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে যেতেন দেবু। সেই দেবুই ইয়ংকে পরামর্শ দিয়েছিলেন যে নিজের এলাকা তারানাকি থেকে ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনার জন্য তাঁঁকেও কিছু করতে হবে।

আরও পড়ুন: Jadeja in IND vs NZ Test: প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া জাদেজাকে মনপসন্দ দিক থেকে বলে দেননি রোহিত, কীভাবে বদলালেন মত?

ওই রিপোর্ট অনুযায়ী, ইয়ং জানিয়েছেন যে ১১-১২ বছর আগে যখন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের থেকে নিজের প্রথম চুক্তিপত্র পেয়েছিলেন, সেইসব দেবু পরামর্শ দিয়েছিলেন যে তাঁর এলাকার অন্যান্য খেলোয়াড়দের সাহায্য করতে কিছু পরিমাণ অর্থ যেন আলাদা করে রাখেন। সেইমতো টাকা জমিয়ে এসেছেন। যা পরবর্তীতে 'উইল ইয়ং ক্রিকেট ট্রাস্ট'-এ পরিণত হয়েছে। সেই ট্রাস্ট এখন তরুণ খেলোয়াড় এবং স্কুলের স্পোর্টস টিমকে আর্থিক সহায়তা প্রদান করে। অর্থের অভাবে যাতে খেলাধুলোর স্বপ্ন ছেড়ে দিতে না হয়, সেটার চেষ্টা করে যাচ্ছে ‘উইল ইয়ং ক্রিকেট ট্রাস্ট’। 

আরও পড়ুন: Abhishek Porel: ভোররাতে উঠে ভারী ব্যাগ নিয়ে বেরোতাম…IPL-এ রিটেন হয়ে অতীত হাতড়ালেন অভিষেক পোড়েল

তারাও হয়ত স্বপ্ন দেখবে যে ভারতে এসে ভারতকে টেস্ট সিরিজ হারাব, বিশ্বকাপ জিতব। ইয়ং যেমন রোহিত শর্মাদের হারিয়ে দিয়েছেন, ১২ বছর পরে ভারতকে সিরিজ হারিয়ে দিয়েছেন, সেরকমই কোনও স্বপ্ন সত্যি সফল করবে তারানাকির খুদেরা।

ক্রিকেট খবর

Latest News

প্রাথমিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি কী? এল বিজ্ঞপ্তি আপাতত ‘বিচারের কাজ’ কাড়া হল HC-র জাজের থেকে, ‘টাকার পাহাড়’ কাণ্ডে কমিটি SC-র কেমন আছে মণিপুর? সরেজমিনে দেখলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা! বিনোদন দুনিয়ায় ফের এক খারাপ খবর, প্রয়াত ‘দিল চাহতা হ্যায়’ অভিনেতা রাকেশ পাণ্ডে ধোনিকে দেখেই এগিয়ে এসে জড়িয়ে ধরলেন! হার্দিককে এমনটা করতে দেখে ভক্তেরা কী বললেন? ছক্কা মেরে অর্ধশতরান,প্রথম ম্যাচে হিট রাহানে,KKR অধিনায়ক দেখালেন তিনিও কম যান না মহাবশ কে? চাহাল-ধনশ্রী ডিভোর্সের মাঝে খবরে এই RJ নাগপুরে যারা হিংসা ছড়িয়েছে, ক্ষতিপূরণ দিতে হবে তাদেরই, হুঁশিয়ারি ফড়নবীসের! KKR vs RCB, IPL 2025: ওয়াইড বলেও হিট-উইকেট হয়, তাহলে সুনীল নারিন আউট নন কেন? নীলষষ্ঠী ২০২৫-এ হবে শুক্রের কৃপা বর্ষণ! বৃশ্চিক সহ কোন কোন রাশি হতে পারে লাকি?

IPL 2025 News in Bangla

ধোনিকে দেখেই এগিয়ে এসে জড়িয়ে ধরলেন! হার্দিককে এমনটা করতে দেখে ভক্তেরা কী বললেন? KKR vs RCB, IPL 2025: ওয়াইড বলেও হিট-উইকেট হয়, তাহলে সুনীল নারিন আউট নন কেন? IPL 2025: সৌরভের হস্তক্ষেপ, রামনবমীর দিনে ইডেনেই অনুষ্ঠিত হবে KKR vs LSG ম্যাচ বিকিনি টপে দিশার শরীরী হিল্লোলে নেটপাড়ায় আগুন, তবে ব্যাহত হয় লাইভ সম্প্রচার ঝরঝরে বাংলা বলে, কোহলি-রিঙ্কুকে নাচিয়ে IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান জমালেন শাহরুখ বিরাটকে ‘কিং’ বললেন শাহরুখ! ইডেনের চিৎকারে কথা বলার জন্য আর্জি করতে হল ‘বাদশাকে’ ‘পার্টি পাঠানকে ঘর পে রাখোগে তো মেহমান নওয়াজি কে লিয়ে পাঠান খুদ …’বলছেন শাহরুখ IPL 2025: রাত ১১:৩০ টায় ব্যাটিং করছেন ধোনি! মাহির কঠিন পরিশ্রমের রহস্য ফাঁস ২০০৮-তে ছিল ৪.৮ কোটি টাকা! এখন IPL-র পুরস্কার মূল্য শুনলে মাথা ঘুরে যাবে পুরো বিরাট ভাই, বিরাট ভাই….কলকাতায় বাস থেকে লোক নামিয়ে খুদে ফ্যানকে দিলেন সই- ভিডিয়ো

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.