বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। এমনিতে ওডিআই ফরম্যাটে অনেক সময় তারা হেরে যান বটে। কিন্তু ঘরের মাঠে টেস্টে সঠিক সময় জলে উঠেছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টেও বেশ ভালো জায়গায় ওয়েস্ট ইন্ডিজ দল।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতে বাংলাদেশের খুব লাভ হয়নি। কারণ পর পর আক্রমণে ক্যারিবিয়ান বোলারদের সামনে সেভাবে দাড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ১৬৪ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ দল।
এই ম্যাচে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ বোলারদের থেকেও বেশি নজর কেড়েছেন ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রাথওয়েট। ক্যারিবিয়ানদের জার্সিতে খেলার নিরিখে বিরল নজির গড়ে ফেলেছেন তিনি। টেস্টে যে রেকর্ড এর আগে আর কোনো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের নেই, এমনকি ব্রায়ান লারারও নেই।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
প্রথম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হিসেবে টানা ৮৬টি ম্যাচে খেলার নজির গড়লেন ক্রেগ ব্রাথওয়েট। এর আগে ৮৫টি টেস্ট ম্যাচে টানা খেলতে নামার নজির ছিল সেদেশের ক্রিকেটের নায়ক স্যার গ্যারি সোবার্সের। কিন্তু তার নজিরই এবার পেরিয়ে গেলেন ক্রেগ। পারফরম্যান্স তিনি হয়তো ওয়েস্ট ইন্ডিজের অনেক তারকার থেকেই পিছিয়ে থাকতে পারেন। কিন্তু টানা ৮৬ ম্যাচে খেলার যে ফিটনেস, সেদিক থেকে যে তিনি অনেককেই হারিয়ে দিয়েছেন সে কথা বলাই বাহুল্য।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৭০। এখনও পর্যন্ত ১১৫ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন ক্রেগ ব্রাথওয়েট। অর্থাৎ ইতিহাস গড়ার টেস্টে তিনি ধীর গতিতে বড় রানের দিকেও এগোচ্ছেন। ১৯ রানে অপরাজিত রয়েছেন আরেক বেতার কেসি কার্টি।
ওয়েস্ট ইন্ডিজ দলের জার্সিতে টেস্টে ৯৬টি ম্যাচে খেলেছেন এই ব্যাটার। এর মধ্যে শেষ ৮৬টি ম্যাচেই তিনি টানা খেলেছেন। আর মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেললেই শততম টেস্ট ম্যাচ খেলার ইতিহাস গড়ে ফেলবেন এই ডানহাতি ব্যাটার। টেস্ট ফরম্যাটে ব্রাথওয়েটের ঝুলিতে রয়েছে ৫৮০২ রান। অর্থাৎ ব্যাটিং গড় তাঁর প্রায় ৩৪।