আইপিএল ২০২৫-এর আগে আরসিবির দুশ্চিন্তা দূর করলেন ক্রুণাল পান্ডিয়া। তবে আশঙ্কার মেঘ কাটল না ভুবনেশ্বর কুমারকে নিয়ে। যদিও জিতেশ শর্মা এখনও তেমনভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পেলেন না। ডিওয়াই পাতিল টি-২০ কাপে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন তিন তারকার সার্বিক পারফর্ম্যান্স ভালোয়-মন্দয় বলা চলে।
ডিওয়াই পাতিল টি-২০ কাপে একই দলের হয়ে মাঠে নামছেন ক্রুণাল, ভুবি ও জিতেশ। তিনজনেই ডিওয়াই পাতিল রেড দলের সদস্য। ক্রুণাল আবার ক্যাপ্টেন্সির দায়িত্বও পালন করছেন। উল্লেখ্য, গত আইপিএল নিলামে ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় আরসিবিতে যোগ দেন ক্রুণার পান্ডিয়া। নিলাম থেকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় ভুবনেশ্বরকে দলে নেয় আরসিবি। নিলাম থেকে জিতেশকে দলে নিতে আরসিবি খরচ করে ১১ কোটি টাকা।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি ক্রুণাল পান্ডিয়ার
সোমবার ডিওয়াই পাতিল রেড দলের ম্যাচ ছিল জৈন ইরিগেশনের বিরুদ্ধে। মুম্বইয়ে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ডিওয়াই পাতিল রেড দল। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া। তিনি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন:- KKR-এর নবম ক্যাপ্টেন হলেন রাহানে, আর কারা নেতৃত্ব দিয়েছেন নাইট রাইডার্সকে?
এছাড়া ২৫ বলে ৪৮ রান করেন আমন খান। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩২ রান করেন প্রিয়ম গর্গ। আবদুল সামাদ ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৮ রান করেন। জিতেশ শর্মা ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। জৈন ইরিগেশনের হয়ে মাধব তিওয়ারি ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে জৈন ইরিগেশন ১৮.১ ওভারে ১৭২ রানে অল-আউট হয়ে যায়। ৩০ রানে ম্যাচ জেতে ডিওয়াই পাতিল রেড দল। ক্যাপ্টেন জয় বিস্তা ৩২ বলে ৪৭ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২৫ বলে ৩৫ রান করেন সাইরাজ পাতিল। তিনি ৪টি চার মারেন। সমীর রিজভি ২টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২০ রান করেন।
আরও পড়ুন:- গ্রুপ লিগের শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক ছয় ২ আফগান তারকার- সেরা ৫-এ কারা?
উইকেটহীন ভুবনেশ্বর কুমার
ডিওয়াই পাতিল রেড দলের হয়ে দাপুটে হাফ-সেঞ্চুরি ছাড়াও দুর্দান্ত বল করেন ক্রুণাল পান্ডিয়া। ৩.১ ওভারে ৩১ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন তিনি। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৮ রান খরচ করেও উইকেটহীন থাকেন।