আইপিএল ২০২৫-এর আগে ব্যক্তিগত পারফর্ম্যান্স দিয়ে আরসিবিকে আশ্বস্ত করলেন ক্রুণাল পান্ডিয়া। ত্রিপুরার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে ব্যাট হাতে বড় রানের মুখ দেখেননি বরোদা দলনায়ক। তবে কেরলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করলেন তিনি।
একা ক্রুণাল পান্ডিয়াই নন, সোমবার কেরলের বিরুদ্ধে মুস্তাক আলির ম্যাচে মারকাটারি সেঞ্চুরি করেন বরোদা ওপেনার নিনাদ রথবা। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন পার্থ কোহলি। কেরলের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে বরোদা ৪০০ টপকে রানের পাহাড়ে চড়ে।
হায়দরাবাদে বিজয় হাজারে ট্রফির ই-গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বরোদা। তারা ইনিংসের শুরুতেই ওপেনার শাশ্বত রাওয়াতের উইকেট হারিয়ে বসে। শাশ্বত ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১০ রান করেন। পার্থ কোহলিকে সঙ্গে নিয়ে বরোদাকে শক্ত ভিতে বসিয়ে দেন নিনাদ। দ্বিতীয় উইকেটের জুটিতে দু'জনে মিলে ১৯৭ রান যোগ করেন।
নিনাদ ১০টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান ৭১ বলে। সাহায্য নেন ১৪টি চার ও ৩টি ছক্কার। শেষমেশ ৯৯ বলে ১৩৬ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন নিনাদ। তিনি মোট ১৯টি চার ও ৩টি ছক্কা মারেন।
দাপুটে হাফ-সেঞ্চুরি কোহলি ও পান্ডিয়ার
পার্থ কোহলি ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ৭২ রান করে মাঠ ছাড়েন। চার নম্বরে ব্যাট করতে নেমে ক্রুণাল পান্ডিয়া ৫টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকান। তিনি শেষ পর্যন্ত ৫৪ বলে ৮০ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে নট-আউট থাকেন। মারেন ৭টি চার ও ৩টি ছক্কা।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে বিষ্ণু সোলাঙ্কি নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ২৫ বলে ৪৬ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা। ১৫ বলে ৩৭ রান করে নট-আউট থাকেন ভানু পানিয়া। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- BCCI নাকি বিশ্ব ক্রিকেটের শাসনকর্তা, হেড-স্মিথদের মন্তব্যে কৌলিন্য হারাল ICC- ভিডিয়ো
বরোদা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪০৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। কেরলের হয়ে ৮ ওভারে ৫১ রান খরচ করে ২টি উইকেট নেন শরাফউদ্দিন। ১টি করে উইকেট সংগ্রহ করেন ইডেন অ্যাপেল টম ও বাসিল থাম্পি।