শ্রীলঙ্কা সফরের আগে স্বস্তিতে অস্ট্রেলিয়া শিবির। চোট থেকে মুক্ত স্পিনার ম্যাট কুনম্যান। বিগ ব্যাশ লিগে খেলার সময় বড় আঙুলে চোট পেয়েছিলেন তিনি। অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। এরপর বিশ্রামে ছিলেন কুনম্যান। যদিও যেই হাত দিয়ে বল করে সেই হাতের আঙুলে চোট পাননি তিনি। তাই শ্রীলঙ্কা সফরে তাঁকে পাওয়ার ব্যাপারে এক ক্ষীণ আশা ছিল অস্ট্রেলিয়া শিবিরে। কিন্তু তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি তারা। তাই শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে আয়োজিত অনুশীলন শিবিরটি মিস করেন কুনম্যান। সরাসরি তিনি শ্রীলঙ্কায় খেলার জন্য উড়ে যাবেন বলেই জানা যাচ্ছে।
শ্রীলঙ্কা সফর নিয়ে যা বলছেন কুনম্যান:
ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে দলের সঙ্গে যোগদানের জন্য প্রস্তুত ম্যাট কুনম্যান। তিনি জানান এই মুহূর্তে আর পেইনকিলারের প্রয়োজন হচ্ছে না তাঁর। তিনি বলেন, ‘আমার খুবই ভালো লাগছে এবং আমি কৃতজ্ঞ পুরো পদ্ধতিটা গত সপ্তাহ থেকে যে ভাবে চলেছে তা নিয়ে। কয়েদিন আগে আমি পেইনকিলার খাওয়া বন্ধ করি। এই মুহূর্তে কোনও ব্যাথা নেই।’ যদিও চোট পাওয়া স্থানে আবরণ জড়িয়ে রাখছেন ম্যাট। তিনি বলেন, ‘আমার মনে হয় আবরণটা আত্মবিশ্বাস জোগায়। ডাক্তার ওর ভেতরে একটা পাত লাগিয়ে দিয়েছে, যাতে আবার আঘাত না লাগে সেই জায়গায়। আমার দিকে এর আগেও অনেক গতির বল ধেয়ে এসেছে কিন্তু এটা ভুল জায়াগায় লাগে, যেই কারণে চোট পাই।’
ঘটনাটি যা ঘটেছিল কুনম্যানের সঙ্গে:
বিগ ব্যাশ লিগের ম্যাচে বল করার সময় চোট পেয়েছিলেন ম্যাট কুনম্যান। ব্রিসবেন হিটের হয়ে খেলার সময় চোট লাগে তাঁর। নিজের বোলিংয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট লাগে তাঁর। অস্ত্রোপচার করতে হয়ে কুনম্যানের। যদিও যেই হাতে চোট পান সেটি তাঁর নন বোলিং হ্যান্ড ছিল। চোটের পরেই শ্রীলঙ্কা সফরে তাঁকে পাওয়া যাবে কিনা সেই বিষয়টা নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর ইনজুরি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইছিল। পরবর্তীতে সব রিপোর্ট ঠিক থাকায় তাঁকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়। আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটি। এই সপ্তাহেই সেখানে পৌঁছে যাবে গোটা দল।