শুভব্রত মুখার্জি: ভারত তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বর্তমানে অন্যতম সফল চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। সেই কুলদীপ যাদব এবার এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে গড়ে ফেললেন এক নয়া নজির। ৩৫ বছর বাদে এই নজির গড়ে ফেললেন তিনি। এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ পাঁচটি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। কুলদীপের উত্থানটা অনেকটা স্বপ্নের মতো। যুজবেন্দ্র চাহালের সঙ্গে জুটি বেঁধে একটা সময়ে রীতিমতো মাতিয়েছেন ক্রিকেটের ২২ গজকে। এরপরেই হঠাৎ করেই তাঁর ফর্ম কিছুটা হলেও পড়তির দিকে দেখা যায়।
(এশিয়া কাপের পয়েন্ট তালিকা দেখার জন্য ক্লিক করুন এখানে)
ভারতীয় দল থেকে বাদ পড়ার পর দিনের পর দিন হতাশায় ডুবে যেতে হয় তাঁকে। এরপরে হঠাৎ করেই যেন ঘুরে যায় ভাগ্যের চাকা। নিলামে দিল্লি ক্যাপিটালস দলে জায়গা পান কুলদীপ। অধিনায়ক ঋষভ পন্ত তাঁকে যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস জোগান।যার ফলাফল দেখা যায় তাঁর পারফরম্যান্সে।
ধীরে ধীরে ফর্মে ফেরেন তিনি। ফের নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে তাঁর। এশিয়া কাপের দলে তো জায়গা পেয়েইছেন। পাশাপাশি আসন্ন ওডিআই বিশ্বকাপের ভারতীয় দলেও জায়গা পেয়েছেন তিনি। তাঁকে নিয়ে হওয়া সব বিতর্কের যোগ্য জবাব দিয়েছেন সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে।
(এশিয়া কাপে কার কবে খেলা জানার জন্য ক্লিক করুন এখানে)
আর এই পারফরম্যান্স করেই আর্শাদ আয়ুবের পরে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এশিয়া কাপের এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। ১৯৮৮ সালে পাকিস্তানের বিরুদ্ধেই পাঁচ উইকেট নিয়েছিলেন আর্শাদ আয়ুব। আর এদিন কাকাতলীয়ভাবে সেই পাকিস্তানের বিরুদ্ধেই পাঁচ উইকেট পেলেন তিনি। তাঁর অনবদ্য বোলিংয়ে ভর করেই ভারত ছিনিয়ে নিল ২২৮ রানের বিরাট জয়। এদিন ৮ ওভার বোলিং করেন কুলদীপ যাদব। দেন মাত্র ২৫ রান। ৩.১২ গড়ে তুলে নেন পাঁচ পাঁচটি উইকেট। ফখর জামান,সলমন আঘা, ইফতিকার আহমেদ, শাদব খান এবং ফাহিম আশরাফকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি।