আইপিএলে এখনও পর্যন্ত অসফল দলগুলোর মধ্যেই নাম রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলের। ২০০৮ সাল থেকে এই লিগে খেলে আসলেও এখনও পর্যন্ত একবারও ট্রফির শিকে ছেড়েনি বিরাট কোহলিদের ভাগ্যে। ফাইনালে উঠলেও তাঁরা শিরোপা জিতে মাঠ ছাড়তে পারেননি, যা নিয়ে হামেশায়ই সোশাল মিডিয়ায় ট্রোলিং হয়।
এবার ভারতীয় দলে বিরাট কোহলির সতীর্থ কুলদীপ যাদবই আরসিবির সমর্থকদের মনে করিয়ে দিলেন, তাঁদের দল এখনও ট্রফিলেস। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে আগামী আইপিএলে খেলবেন কুলদীপ যাদব,নিলামের আগেই এই বাঁহাতি চাইনাম্যান বোলারকে দলে রিটেন করেছিল দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
কুলদীপকে গোলকিপার হিসেবে দেখতে চান ভক্ত-
ভারতীয় দলের এই বাঁহাতি স্পিনার এখন অপেক্ষায় রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য। কয়েক মাস তিনি চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি ইউটিউবে জিশান খানের সঙ্গে টক ফুটবল HD চ্যানেলে আড্ডা দিচ্ছিলেন কুলদীপ। সেই সময়ই ৩০ বছর বয়সী কুলদীপকে এক আরসিবি ভক্ত অনুরোধ করেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেওয়ার জন্য।
কুলদীপের কাছে অদ্ভূত আর্জি ভক্তের-
কুলদীপ যাদব বরাবরই বার্সেলোনার খুব বড় ফ্যান। ফুটবলপ্রেমি কুলদীপ বন্ধুদের সঙ্গে ফুটবল খেললে গোলকিপিং পজিশনে খেলেন। সেই এক ইউটিউব সেশনে কুলদীপের সাক্ষাৎকারের সময়ই আরসিবির এক ভক্ত বলেন, ‘কুলদীপ ভাই, আরসিবিতে চলে আসো। একজন গোলকিপারের প্রয়োজন আছে ’। এর পাল্টা সেই ভক্ত এবং RCBকে খোঁচা দেন কুলদীপ।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
দিল্লির কুলদীপ খোঁচা দিলেন আরসিবি সমর্থককে-
১৩.২৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে রিটেন হওয়া কুলদীপ যাদব তখন সেই ভক্তকে বলেন, ‘তোমাদের গোলকিপারের প্রয়োজন নেই ভাই। তোমাদের ট্রফির দরকার রয়েছে’। অর্থাৎ তিনি মনে করিয়ে দেন, এখনও পর্যন্ত আরসিবি ট্রফিহীন রয়েছে আইপিএলে। ২০১৪ সালে কেকেআরে সই করার পর ২১ সাল পর্যন্ত তাঁদের হয়ে খেলেছিলেন কুলদীপ, এর মধ্যে একবার আইপিএল জেতেন তিনি।
আরসিবির মতো দিল্লি ক্যাপিটালসও ট্রফিলেস-
যদিও কুলদীপ যাদব নিজে বর্তমানে যে দলের হয়ে খেলছে সেই দিল্লি ক্যাপিটালস দল বা সেই রাজ্যের আরেক পুরনো দল দিল্লি ডেয়ারডেভিলসও এতকালে আরসিবির মতোই আইপিএল ট্রফি একবারও জিততে পারেনি। আরসিবি ভক্তরা নিশ্চই চাইবেন, মাঝে মধ্যেই রায়াডু, কুলদীপদের থেকে যাতে এমন খোঁচা না খেতে হয়, তাই আগামী আইপিএলে যেন দল চ্যাম্পিয়ন হয়। যদিও তাঁদের অধিনায়ক কে হবেন এখনও তা চূড়ান্ত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। নাম ভাসছে বিরাট কোহলির।