কেবেরহায় দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে নাটকীয় এক মুহূর্তের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। দিনের প্রথম সেশনেই শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারার দুরন্ত গতির একটি বলের আঘাতে কার্যত দু'টুকরো হয়ে যায় প্রোটিয়া তারকা কাগিসো রাবাদার ব্যাট।
কেবেরহায় সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা টস জিতে শুরুতে ব্যাট করতে নামে। তারা প্রথম দিনে ৮৬.৩ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২৬৯ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৫৮ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ১০৩.৪ ওভার।
প্রোটিয়া ইনিংসে ব্যাট হাতে কার্যকরী অবদান রাখেন কাগিসো রাবাদা। বিশেষজ্ঞ পেসার হলেও রাবাদার ব্যাটের হাত মন্দ নয়। তিনি ১০ নম্বরে ব্যাট করতে নেমে ৪০ বলে ২৩ রানের লড়াকু ইনিংস খেলেন। মারেন ৫টি চার। কাইল ভেরেইনের সঙ্গে জুটিতে ৫৬ রান যোগ করেন তিনি। সঙ্গত কারণেই ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের যারপরনাই বিরক্ত করেন রাবাদা।
মাঝে ইনিংসের ৯০তম ওভারে শ্রীলঙ্কার হয়ে বল করতে আসেন লাহিরু কুমারা। ৮৯.৪ ওভারে লাহিরুর হার্ড লেনথ ডেলিভারিতে বল লাফিয়ে উঠলে বাউন্স সামলাতে মুশকিলে পড়তে হয় রাবাদাকে। তিনি ব্যাটের হ্যান্ডেল থেকে এক হাত ছেড়ে দিয়ে ডিফেন্স করার চেষ্টা করেন। বল আঘাত করে ব্যাটের হ্যান্ডেলের ঠিক গোড়ায়। বল লাগা মাত্রই ব্যাট হ্যান্ডেলের গোড়া থেকে ভেঙে যায়।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে অনবদ্য শতরান করেন রায়ান রিকেলটন ও কাইল ভেরেইন। রিকেলটন ২৫০ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন। তিনি ১১টি চার মারেন। ভেরেইন ১৩৩ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা করেন ১০৯ বলে ৭৮ রান। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন।
শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ৭৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন লাহিরু কুমারা। ১০২ রান খরচ করে ৩টি উইকেট নেন আসিথা ফার্নান্ডো। ৬৫ রানে ২টি উইকেট নেন বিশ্ব ফার্নান্ডো।
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে তোলে ৩ উইকেটে ২৪২ রান। তারা ৬৭ ওভার ব্যাট করে। ১৫৭ বলে ৮৯ রান করেন ওপেনার পাথুম নিশঙ্কা। তিনি ১১টি চার ও ১টি ছক্কা মারেন।