অল ইংল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। বৃহস্পতিবার বার্মিংহ্যামে তিনি ইন্দোনেশিয়ার এই তারকা শাটলারকে হারিয়ে দিলেন ২১-১৩, ২১-১০ গেমে। প্রতিযোগিতার তৃতীয় বাছাইয়ের বিরুদ্ধে এই ম্যাচ চলল দীর্ঘায়িত হল ৩৬ মিনিট।
আগে ওপেনাররা Not Out থেকে নিজেদের গড় বাড়াত! রোহিতের প্রশংসা করতে গিয়ে কাকে খোঁচা দিলেন অশ্বিন?
জোনাথনকে হারালেন লক্ষ্য সেন
বর্তমান ব্যাডমিন্টন বিশ্বে লক্ষ্য সেন এবং জোনাথন ক্রিস্টি দুই উঠতি তারকা। তাঁরাই মুখোমুখি হয়ে গেছিলেন এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে। আর সেখানেই নিজের কেরিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স করে দেখালেন লক্ষ্য। বিশ্বের ২ নম্বর ক্রিস্টিকে তেমন সুযোগই দেননি এই ম্যাচে ভারতের শাটলার। এটা তাঁর তৃতীয় জয় এই প্রতিপক্ষের বিরুদ্ধে। গতবার এই অল ইংল্যান্ড ওপেনের সেমিফাইনালেই লক্ষ্য সেনকে হারিয়ে দিয়েছিল জোনাথন ক্রিস্টি। এরপর প্যারিস অলিম্পিক্সের চতুর্থ রাউন্ডে ক্রিস্টির বিরুদ্ধে বদলা নিয়েছিলেন লক্ষ্য সেন, তিনি তাঁকে হারিয়ে দেন।
দ্বিতীয় সেটে লড়াই দেন জোনাথন
প্রথম সেট ২১-১৩ ফলে এগিয়ে যাওয়ার পর লক্ষ্য সেন অবশ্য পড়েন সমস্যায়। দ্বিতীয় সেটে ৬-৩ ফলে তিনি এগিয়ে যান তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। একটা সময় ফলাফল ৬-৬ করে ফেলেন জোনাথন ক্রিস্টি। এরপর অবশ্য দুরন্ত ছন্দ দেখান ভারতীয় শাটলার, তিনি খেলার রাশ নিজের হাতে নিয়ে নেন। ১১-৭ থেকে এরপর তিনি ১৬-৭ করে ফেলেন দ্বিতীয় সেটে। তারপর ম্যাচ সহজেই পকেটে পুড়ে নেন তিনি ২১-১০ ফলে।
ম্যাচ শেষে লক্ষ্য সেন বললেন, ‘শুরুর থেকেই আমি চেয়েছিলাম একইভাবে খেলতে এবং প্রতিপক্ষকে কোনও সহজ সুযোগ না দিতে। প্রতিপক্ষ যেহেতু খুব দ্রুত গতিতে খেলছিল,তাই আমিও কোর্টে দ্রুত এদিক ওদিক করার চেষ্টা করছিলাম। আমিও চাই চাইছিলাম বেশি স্ম্যাশ(অ্যাটাক) করতে, পাল্টা যেগুলো আসছিল তাঁর জন্যেও আমি তৈরি ছিলাম ’।
হেরে গেলেন মালভিকা
অন্য ম্যাচে ভারতের মালভিকা বানসোড জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে সহজেই হেরে যান। বিশ্বের তিন নম্বর আকানে ইয়ামাগুচি মাত্র ৩৩ মিনিটের মধ্যেই মালভিকাকে হারিয়ে দেন। খেলার ফল ছিল ২১-১৬, ২১-১৩। মালভিকার এই হারের সঙ্গে সঙ্গেই অল ইংল্যান্ড ওপেনে ভারতীয় মহিলাদের যাত্রা শেষ হল, কারণ পিভি সিন্ধু এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হেরে যান।
AFC Challenge League EBFC vs Arkadag Live- আশা শেষ, আর্কাদাগে ২-১ হার লালহলুদের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।