শুভব্রত মুখার্জি :- প্যারিস অলিম্পিক গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করে ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গেলস বিভাগে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন।তবে এরপর তিনি সেমিফাইনালের পাশাপাশি তাঁর ব্রোঞ্জ মেডেলের ম্যাচেও হেরে যান। তাঁর হাতে থাকা চোটের কারণে যে সমস্যার সম্মুখীন হন তিনি,তার প্রভাব পড়ে তাঁর পারফরম্যান্সে। তবে এবার অলিম্পিক পদক ছাড়া হলেও তাঁর পারফরম্যান্স কিন্তু নজর কেড়েছে বিশ্বের তাবড় তাবড় শাটলারদের। প্যারিসে পুরুষদের সিঙ্গেলস বিভাগে সোনা জয়ী ভিক্টর অ্যাক্সেলসেনও তাঁর পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে লক্ষ্য সেন যে পরের গেমে পদক পাবেন তা নিশ্চিত ভিক্টর অ্যাক্সেলসেন। তাই প্যারিস গেমসের হতাশাকে এখন পিছনে ফেলে তিনি প্রস্তুত হতে চাইছেন তাঁর পরবর্তী লক্ষ্যের জন্য। আর সেই উদ্দেশ্যেই তিনি এবার পাড়ি জমাচ্ছেন অস্ট্রিয়াতে। সেখানে তাঁর শারীরিক সক্ষমতার বিশ্লেষণ করাতে যাচ্ছেন এই ভারতীয় শাটলার।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাতা লিগে ৮-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরের
রবিবার তিনি রওনা দিয়েছেন অস্ট্রিয়ার উদ্দেশ্যে। আসন্ন বিডব্লএফ টুর্নামেন্টগুলোতে যাতে তিনি তাঁর ফিটনেসের চূড়ায় থাকতে পারেন সেই লক্ষ্যেই তাঁর পাড়ি জমানো অস্ট্রিয়াতে।সালজবার্গের রেড বুল অ্যাথলিট পারফরম্যান্স সেন্টারে যাবেন লক্ষ্য সেন। সেখানেই হবে তাঁর শারীরিক সক্ষমতার বিশ্লেষণ। প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাদেমির অন্যতম কোচ বিমল কুমার জানিয়েছেন ' লক্ষ্য অস্ট্রিয়া যাচ্ছে। ওখানে ওঁর শারীরিক সক্ষমতার বিশ্লেষণ করা হবে। ওখানে একটা ভালো স্পোর্টস ইনস্টিটিউট রয়েছে। ওখানে ও বেশ কিছু শারীরিক ব্যায়াম করবে। আজকেই ও অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এক সপ্তাহ ওখানে থাকবে তারপর ও ফিরে আসবে।'
আরও পড়ুন-গোল করলেন, করালেন! জেসিনের দুর্দান্ত ফুটবলে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
তবে লক্ষ্য একা যাননি। তাঁর সঙ্গে গিয়েছেন তাঁর ট্রেনার গৌরব এবং ১৫ বছর বয়সী উত্তরাখন্ডের জুনিয়র শাটলার নিশ্চল চাঁদ।বিমল কুমার আরো জানান ' এই টেস্ট তাঁর কয়েকটি শারীরিক সক্ষমতা এবং শক্তির জায়গাকে পরীক্ষা করে দেখবেন। অনেক এলিট অ্যাথলিটরা ওখানে যান নিজেদেরকে টেস্ট করান। তাঁর শক্তি এবং দুর্বলতার জায়গাটা বুঝতে পারেন। আমরা লক্ষ্যর ছোট ছোট চোট নিয়ে ডাক্তার দিনশ পার্দিওয়ালার সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে লক্ষ্য ভালো রয়েছে। তবে আসন্ন টুর্নামেন্টে নিজের সবটা উজাড় করে দিতে ওঁর এই পরীক্ষাটা জরুরি। ওঁর জন্য সঠিক শারীরিক অনুশীলন কি সেটা জানা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়ারেজ,জিততে অসুবিধা হল না মেসিহীন মিয়ামির! মুখে হাসি ফুটল LM10-র
স্ট্রেন্থ এবং কন্ডিশনিং প্রোগ্রাম সঠিক না হলে সমস্যা তৈরি হতে পারে। ফলে আমাদের ওঁর জন্য কোনটা সঠিক তা খুঁজে বের করতে হবে। ফিটনেসের দিক থেকে লক্ষ্যর আরো কাজ করতে হবে। ওঁকে কয়েকটা জায়গায় আরো শক্তিশালী হতে হবে। বিশেষ করে স্পিড এবং এনডিওরেন্স নিয়ে ওঁকে আরো কাজ করতে হবে। ' লক্ষ্য সেন পরবর্তীতে হংকং সুপার ৫০০ সিরিজ এবং চিনা ওপেন সুপার ১০০০ সিরিজে খেলবেন সব ঠিক থাকলে। সেপ্টেম্বর মাসের একেবারে শেষে হবে এই টুর্নামেন্টগুলো।