লঙ্কা প্রিমিয়র লিগের নতুন মরশুমের জন্য ক্রিকেটার নিলামের আসর বসে মঙ্গলবার। নিলামের আসর থেকে যথারীতি স্কোয়াড গড়ে নেয় ৫টি ফ্র্যাঞ্চাইজি দল। তবে নিলামের ঠিক পরের দিনেই একটি ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট থেকে বার করে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত করে শ্রীলঙ্কা ক্রিকেট।
ডাম্বুলার মালিক তামিম রহমান বুধবার গ্রেফতার হতেই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ক্রীড়া সংক্রান্ত অপরাধ প্রতিরোধ আইন অনুযায়ী কলম্বো থেকে গ্রেফতার করা হয় ডাম্বুলা থান্ডার্সের মালিককে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে বিমানে চড়ার আগে আটক করে পুলিশ।
তামিমের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তা স্পষ্ট করা হয়নি। তবে লঙ্কা প্রিমিয়র লিগে দুর্নীতির জন্যই যে গ্রেফতার করা হয় ডাম্বুলার মালিককে, সেটা স্পষ্ট। ওদেশের ক্রিকেটমহলে এমনটা খবর যে, এলপিএলে গড়াপেটার জন্যই গ্রেফতার হন তামিম।
ডাম্বুলার মালিক পুলিশের জালে উঠতেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অবিলম্বে চুক্তি ছিন্ন করার কথা জানানো হয়। সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দেওয়া হয় যে, শ্রীলঙ্কা বোর্ডের কাছে টুর্নামেন্টের ভাবমূর্তি ও স্বচ্ছ্বতচা বজায় রাখার বিষয়টি প্রাধান্য পায়। সেই কারণেই কোনও রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে বোর্ডের তরফে। উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএলে ঠিক এভাবেই মালিকপক্ষ দুর্নীতিতে জড়িয়ে পড়ায় দু'বছরের জন্য নির্বাসিত হতে হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে।
ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি ছিন্ন করার পরে টুর্নামেন্ট সুষ্ঠভাবে কীভাবে সম্পন্ন করা যায়, এখন সেদিকেই নজর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। ডাম্বুলা ২টি দলের মধ্যে একটি, যাদের মালিকানার হাতবদল হয় এবছর। মালিকানা বদলের জন্যই ডাম্বুলা অরার নাম বদলে হয় ডাম্বুলা থান্ডার্স। বর্তমানে এর মালিকানা রয়েছে ইমপেরিয়াল স্পোর্টস গ্রুপের হাতে। ডাম্বুলা ছাড়া এবছর মালিকানা বদল হয়েছে গল ফ্র্যাঞ্চাইজির। সেই কারণে গল গ্ল্যাডিয়েটর্সের নাম বদলে হয় গল মার্ভেলস।
এলপিএল ২০২৪-এর নিলামে ডাম্বুলা থান্ডার্স অনেক ক্রিকেটারকে ধরে রাখে, যাঁরা গতবার ডাম্বুলা অরার হয়ে মাঠে নেমেছিলেন। এছাড়া তারা দলে নেয় দুই আফগান তারকা করিম জানাত ও হজরতউল্লাহ জাজাইকে। জানাতকে দলে নিতে ৮০ হাজার মার্কিন ডলার খরচ করে ডাম্বুলা। করিম এলপিএল নিলামের সব থেকে দামি বিদেশি ক্রিকেটারে পরিণত হন।
ডাম্বুলা থান্ডার্স দলে নেয় মুস্তাফিজুর রহমান, ইফতিখার আহমেদের মতো বিদেশি তারকাদেরও। সেই সঙ্গে তাদের স্কোয়াডে রয়েছেন দিলশান মদুশঙ্কা, নুয়ান তুষারা, নুয়ান প্রদীপ, দনুষ্কা গুণতিলকের মতো শ্রীলঙ্কার ক্রিকেটাররা।