বাংলা নিউজ > ক্রিকেট > গল টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান কামিন্দুর! আগামীর তারকা, বললেন মালিঙ্গা

গল টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান কামিন্দুর! আগামীর তারকা, বললেন মালিঙ্গা

কামিন্দু মেন্দিস নিউজিল্যান্ডের বিপক্ষে শতরানের পর। ছবি- এপি (AP)

নিজের দেশের প্রতিভাবান ক্রিকেটার কামিন্দু মেন্দিসকে নিয়ে লাসিথ মালিঙ্গা বলছেন, ‘সোনার থেকেও শ্রীলঙ্কান ক্রিকেটের কাছে দামি কামিন্দু মেন্দিস। মাত্র সাতটা ম্যাচেই চারটে শতরান আৎ মোট ৮টি ৫০+ স্কোর করে ফেলেছে এই ক্রিকেটার। ও আরও বড় মঞ্চে বড় রেকর্ড তৈরি করতে চলেছে আগামী দিনে’।

বয়স মাত্র ২৫, সবেমাত্র শ্রীলঙ্কার টেস্ট দলে নিয়মিত সুযোগ পাওয়া শুরু করেছেন অলরাউন্ডার কামিন্দু মেন্দিস। আর তাতেই নিজেকে প্রমাণ করে দিলেন তিনি। মাত্র ৭টি টেস্টে ম্যাচে তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, আর তাতেই করে ফেলেছেন চারটি শতরান। পরিসংখ্যান বলছে, টেস্ট ফরম্যাটে তাঁর ব্যাটিং গড় বর্তমানে প্রায় ৮১। বল হাতেও রয়েছে উইকেট।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে গলে প্রথম টেস্টেই নজর কাড়লেন এই মিডল অর্ডার ব্যাটার। দিনেশ চান্ডিমাল যখন আউট হলেন তখন লঙ্কানদের অবস্থা মোটেই ভালো ছিল না। ৮৮ রানে তিন উইকেট পড়ে গেছিল। সেখান থেকেই খেলা ধরেন এই মিডল অর্ডার ব্যাটার। যখন তিনি আউট হলেন ততক্ষণেই তাঁর দল মোটামুটি একটা লড়াইয়ের জায়গায় চলে এসেছেন। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর সাত উইকেটে ৩০২। কুশল মেন্ডিস অর্ধশতরান করেন। তিন উইকেট নেন উইল রুরকি, জোড়া উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস।

আরও পড়ুন- China Open- ব্যাডমিন্টনে বিশ্বের ৭ নম্বরকে হারিয়ে চমক মালভিকার! পরাস্ত অলিম্পিক্স পদকজয়ী টুংজুং…

কামিন্দু মেন্দিস নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে করলেন ১৭৩ বলে ১১৪ রান। মারেন ১১টি চার। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও শতরান ছিল তাঁর। ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১১৩ রান। বাংলাদেশের মাটিতে করেছিলেন জোড়া শতরান। সিলেটে ২০২৪ সালেরই মার্চে এসেছিল একই টেস্টে জোড়া শতরান। এই মিডল অর্ডার ব্যাটারকেই এবার প্রশংসায় ভরালেন প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা।

আরও পড়ুন-‘কি হচ্ছে না হচ্ছে, কিছুই বুঝিনি! স্কোরবোর্ড না দেখেই ব্যাট করতে নেমেছিলাম’! T20 বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণায় অক্ষর…

নিজের দেশের এই প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে লাসিথ মালিঙ্গা বলছেন, ‘সোনার থেকেও শ্রীলঙ্কান ক্রিকেটের কাছে দামি কামিন্দু মেন্দিস। মাত্র সাতটা ম্যাচেই চারটে শতরান আৎ মোট ৮টি ৫০+ স্কোর করে ফেলেছে এই ক্রিকেটার। ও আরও বড় মঞ্চে বড় রেকর্ড তৈরি করতে চলেছে আগামী দিনে’।

আরও পড়ুন-Rohit Sharma- ‘অনেক ক্রিকেটারকে দেখি অবসর নিয়ে আবার খেলতে আসে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের…

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই গল স্টেডিয়ামেই অভিষেক টেস্টে খেলেছিলেন কামিন্দু মেন্দিস ২০২২ সালে। সেই ম্যাচে করেছিলেন ৬১ রান। এরপর ফের ২০২৪ সালে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট কামিন্দুর। এরপরই শেষ ১০ ইনিংসে তিনি করেছেন চারটি শতরান ছাড়াও আরও তিনটি অর্ধশতরান। এই পরিসংখ্যান মিডল অর্ডার ব্যাটারের জন্য কতটা ভালো সেকথা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তাই দলের এই উঠতি ক্রিকেটারকেই প্রশংসার জোয়ারে ভাসালেন মালিঙ্গা।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.