ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে মেয়েদের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার বি গ্রুপের ম্যাচে ক্যারিবিয়ান দলকে কার্যত একতরফা লড়াইয়ে উড়িয়ে দেন লরা উলভার্টরা।
দুবাইয়ে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮১ রান সংগ্রহ করে। ব্যাট হাতে তেমন একটা দাপট দেখাতে পারেননি কেউই। স্টেফানি টেলর ব্যক্তিগত ৪৪ রানে অপরাজিত থাকেন। যদিও তিনি খরচ করেন ৪১টি বল। মারেন ২টি চার ও ১টি ছক্কা।
ক্যাপ্টেন হেইলি ম্যাথিউজ ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন। ১৪ বলে ৪ রান করে মাঠ ছাড়েন কিয়ানা জোসেফ। ১১ বলে ১৩ রান করেন অভিজ্ঞ দিয়েন্দ্রা ডটিন। তিনি ৩টি চার মারেন। ২১ বলে ১৭ রান করেন শিমাইন ক্যাম্পবেল। তিনি ১টি চার মারেন। খাতা খুলতে পারেননি শিনেলে হেনরি। ৮ বলে ৭ রান করেন আলিয়া অ্যালেইন। ১৩ বলে ১৫ রান করে নট-আউট থাকেন জাইদা জেমস। তিনি ২টি চার মারেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো ম্লাবা ৪ ওভারে ২৯ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ২টি উইকেট নেন মারিজান কাপ। উইকেট পাননি আর কেউ।
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। হাফ-সেঞ্চুরি করেন দু'জনেই। লরা উলভার্ট ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৫৫ বলে ৫৯ রান করে নট-আউট থাকেন।
তাজমিন ব্রিটস ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষ পর্যন্ত ৫২ বলে ৫৭ রান করে নট-আউট থাকেন। মারেন ৬টি চার। দক্ষিণ আফ্রিকা ১৭.৫ ওভারে বিনা উইকেটে ১১৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন:- মিলল নিরাপত্তার আশ্বাস! বাংলাদেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছাপূরণ হতে পারে শাকিবের
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ২২ রান খরচ করেন ক্যাপ্টেন হেইলি ম্যাথিউজ। বাকিরা আর কেউই প্রভাবশালী বোলিং করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ ৮ জন বোলার ব্যবহার করেও দক্ষিণ আফ্রিকার একজন ব্যাটারকেও আউট করতে পারেনি। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার ম্লাবা।