দীর্ঘদিন পর ফের টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে ভারতকে। বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। তার আগে গোটা দল পৌঁছে গেছে চেন্নাইয়ে, কোচ গম্ভীরের তত্ত্বাবধানে চলছে অনুশীলন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগে বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেখানে ৪-১ ব্যবধানে জয় পান রোহিতরা। তবে সেই সময় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। সময় পরিবর্তন হয়েছে, দলের কোচ হিসাবে নতুন দায়িত্বে এসেছেন গৌতম গম্ভীর। কোচ হিসেবে এটি তাঁর প্রথম টেস্ট ম্যাচ। এরপর সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ, অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কোহলিরা।
ইতিমধ্যেই অনুশীলনের বিভিন্ন ভিডিয়ো সামনে এসেছে বোর্ডের তরফে। তেমনি একটি ভিডিয়োর মাধ্যমে রোহিত-গম্ভীরের গোপন পরিকল্পনা সামনে চলে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যশস্বী জসওয়াল ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অনুশীলন করছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁর ব্যাটিং অনুশীলন শেষে বেশ কিছু লেগ ব্রেক বোলিং করছেন নেটে। সামনে দাঁড়িয়ে ব্যাটিং করছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। যশস্বীকে এর আগে সেভাবে বল করতে দেখা যায়নি। তিনি তাঁর ৯টি টেস্ট ম্যাচে মাত্র ১ ওভার করেছিলেন। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টি-টোয়েন্টি ম্যাচে ১ ওভার করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জসওয়ালকে যে বোলিং করতে দেখা যাবে তা বলার অপেক্ষা থাকে না।
গম্ভীর জামানায় এমন পরীক্ষা-নিরীক্ষা নতুন নয়। ব্যাটসম্যানকে দিয়ে পার্ট-টাইম বোলিং করানো নতুন নরমাল এখন। গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন তখনও এমন পরীক্ষা নিরীক্ষা করতেন। তিনি সেই সময় সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করিয়ে চমকে দিয়েছিলেন। ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিংকে দিয়ে বল করিয়ে ছিলেন গৌতম গম্ভীর। ওডিআই সিরিজেও এক জিনিস করা হয়। গম্ভীর মনে করেন দলে যত বেশি বোলিং ও ব্যাটিং অপশন থাকবে ততই ভালো, এতে দলে ভারসাম্য বজায় রাখতে সুবিধা হয়। চেন্নাইয়ে প্রথম টেস্টে লাল মাটির পিচ থাকবে। সেখানে স্পিনারদের বাড়তি সুবিধা হবে। জাদেজা ও অশ্বিনের স্পিনার হিসাবে দলে খেলার সম্ভাবনা। তাঁদের সঙ্গে বল হাতে যশস্বী জসওয়ালকেও দেখা যাবে বলে মনে করা হচ্ছে।