মহম্মদ শামির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা অ্যান্ডি রবার্টস। ভারতের সবচেয়ে সেরা বোলার বুমরাহ নয়, শামি বলে মনে করেন তিনি। ৭০-৮০ দশকের ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা পেসার ছিলেন অ্যান্ডি। তিনি জানান, হয়তো বুমরাহ শামির থেকে বেশি উইকেট নিয়েছেন ঠিকই, তবে শামি কমপ্লিট প্যাকেজ। তিনি দু’দিকেই বল সুইং করানোর ক্ষমতা রাখে।
দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন মহম্মদ শামি। গত বছর ওডিআই বিশ্বকাপের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি। তারপর থেকে প্রায় ১ বছর মাঠের বাইরে ছিলেন তিনি। বিদেশে গিয়ে অস্ত্রোপচারও করিয়ে ছিলেন। তারপর আবার হাঁটু ফুলে ওঠে তাঁর। যেই কারণে আরও কয়েকদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল শামিকে। এরপর কয়েদিন আগে বাংলার হয়ে বল হাতে কামব্যাক হয় তাঁর। এখন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন তিনি।
এক সাক্ষাৎকারে অ্যান্ডি রবার্টস বলেন, ‘অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেটের একজন সেরা বোলার মহম্মদ শামি। হয়তো সে জসপ্রীত বুমরাহের মতো এতো উইকেট পাননি ঠিকই, তবে শামি একটা কমপ্লিট প্যাকেজ। সে বাকি বোলারদের থেকে বেশি ধারাবাহিক। শামি বল সুইং করাতে পারে, সিম করাতে পারে। ও বুমরাহের মতোই একজন ভালো বোলার।’ রবার্ট জানান, এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে থাকা মহম্মদ সিরাজ শামির কাছাকাছিও না। তিনি মনে করছেন, শামির তাড়াতাড়ি ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়া উচিত।
কবে অস্ট্রেলিয়া সফরে দেখা যাবে শামিকে?
রোহিতের মন্তব্যে আবার নতুন করে মহম্মদ শামির ফিটনেস নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রবিবার ভারতের টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘শামির উপর নজর রাখা হচ্ছে। শুনেছি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে ওর হাঁটু আবার ফুলে গিয়েছে।’ যদিও বাংলার টিম ম্যানেজমেন্টের তরফে চোটের বিষয়টি অস্বীকার করা হয়েছে।
তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে কোনও চোট পাননি শামি। শুধুমাত্র ফিল্ডিং করার সময় ইম্প্যাক্টের ফলেই হাঁটু ফুলে গিয়েছিল। যদিও শামির আঘাত লেগেই থাকত তাহলে পরের ম্যাচগুলিতে মাঠে নামলেন কী করে তিনি। বাংলার টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ রয়েছেন শামি। জানা যাচ্ছে, শামির চোটের উপর নজর রাখছে NCA। ফিটনেস সার্টিফিকেট পেলেই অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হবে তাঁকে। হয়তো চতুর্থ-পঞ্চম টেস্টে খেলতে দেখা যেতে পারে তাঁকে।