বাংলা নিউজ > ক্রিকেট > ICC Ranking-T20তে শীর্ষে ভারতই! ১ নম্বর অলরাউন্ডার লিভিংস্টোন, প্রথম দশে হার্দিক…

ICC Ranking-T20তে শীর্ষে ভারতই! ১ নম্বর অলরাউন্ডার লিভিংস্টোন, প্রথম দশে হার্দিক…

লিয়াম লিভিংস্টোন। ছবি- রয়টার্স (Action Images via Reuters)

সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকাতে এক নম্বর টি২০ দল হিসেবে সবার ওপরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।  ওডিআইতেও শীর্ষ রয়েছে রোহিত শর্মার ভারতই।  টি২০তে ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব, চতুর্থ স্থানে যশস্বী জয়ওয়াল। অলরাউন্ডারদের মধ্যে টি২০তে সাত নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

আইসিসি ক্রমতালিকায় পুরুষদের মধ্যে অলরাউন্ডার হিসেবে সবার ওপরে উঠে এলেন ইংল্যান্ডের ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। কয়েকদিন আগেই টি২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে রান পেয়েছিলেন তিনি। একটি ম্যাচে অর্ধশতরানও ছিল তাঁর। সেই সুবাদেই অস্ট্রেলিয়ারই এক ক্রিকেটারকে টপকে অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে উঠে আসলেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪৭ বলে ৮৭ রান করেছিলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। সেই ম্যাচ জিতিয়ে সেরার পুরস্কারও পেয়েছিলেন। এছাড়াও বল হাতে প্রথম টি২০ ম্যাচে নিয়েছিলেন ২২ রানে তিন উইকেট। সেই ম্যাচে ইংল্যান্ড হারলেও ব্যাট হাতে ২৭ বলে ৩৭ রান ছিল তাঁর। এই অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যেই সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন এই ইংরেজ অলরাউন্ডার। 

আরও পড়ুন-Rohit Sharma- ‘অনেক ক্রিকেটারকে দেখি অবসর নিয়ে আবার খেলতে আসে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের…

এই মূহূর্তে লিয়াম লিভিনস্টোনের আইসিসি রেটিং ২৫৩ পয়েন্ট। সেই সুবাদেই তিনি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে উঠেছেন। এটাই তাঁর কেরিয়ারের সেরা ক্রমতালিকায় রেটিংয়ের নিরিখে উত্থান। তাঁর পিছনে রয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিস,তিনি অবশ্য পিছিয়ে রয়েছেন ৪২ পয়েন্টে। জিম্বাবোয়ের সিকান্দার রাজা (২০৮) এবং বাংলাদেশের শাকিব আল হাসান (২০৬) রয়েছেন যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে।

 

আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় ১৭ ধাপ উঠে ৩৩ নম্বরে এসেছেন লিভিংস্টোন। জোস ইংলিস ঢুকে পড়েছেন প্রথম দশে। টি২০তে ব্যাটারদের তালিকায় নিজের শীর্ষস্থান বজায় রেখেছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপোর ট্রাভিস হেড। বিশ্বকাপ না জিতলেও তিনি সূর্যকুমারকে টপকে শীর্ষে রয়েছেন।

আরও পড়ুন-China Open- ব্যাডমিন্টনে বিশ্বের ৭ নম্বরকে হারিয়ে চমক মালভিকার! পরাস্ত অলিম্পিক্স পদকজয়ী টুংজুং…

দলগত বিভাগে সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকাতে এক নম্বর টি২০ দল হিসেবে সবার ওপরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। শুধু টি২০ ফরম্যাটেই নয়, ওডিআইতেও শীর্ষ রয়েছে রোহিত শর্মার ভারতই। টেস্টে ১২০ রেটিং নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে, ৪ পয়েন্টে এগিয়ে থেকে এই ফরম্যাটে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। টি২০তে ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব, চতুর্থ স্থানে যশস্বী জয়ওয়াল এবং নবম স্থানে রুতুরাজ গায়েকওয়াড়। অলরাউন্ডারদের মধ্যে টি২০তে সাত নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। 

আরও পড়ুন-‘কি হচ্ছে না হচ্ছে, কিছুই বুঝিনি! স্কোরবোর্ড না দেখেই ব্যাট করতে নেমেছিলাম’! T20 বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণায় অক্ষর…

বোলিংয়ে অনরিখ নরকিয়াকে টপকে গেছেন অ্যাডাম জাম্পা, ফলে টি২০ ফরম্যাটে বোলারদের তালিকায় প্রথম ছয়ের মধ্যে প্রত্যেকেই এখন স্পিনার। টি২০ ফরম্যাটে বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের আদিল রাশিদ, তাঁর রেটিং ৭২১। অ্যাডাম জাম্পা ৬৬২ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১ পয়েন্ট বেশি নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। রশিদ খান রয়েছেন দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, চতু্র্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজেরই গুড়াকেশ মোতি।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

মহামায়ার পুজোয় থাক প্রকৃতির জন্য ভাবনা, রইল ঘর সাজানোর কিছু অভিনব টিপস ENG W vs SA W- বোলারদের দাপটে দ্বিতীয় ম্যাচে জয়! সেমির রাস্তা প্রশস্ত ইংরেজদের… ‘খুব সুন্দর’, বিয়ের পর প্রথম পুজো! পরম-পিয়ার রোম্যান্টিক ছবিতে মুগ্ধ কুণাল ঘোষ ‘কল, সোফা, এসি... উপমুখ্যমন্ত্রীর বাসভবন থেকে আসবাব চুরি করেছেন তেজস্বী’ রাজ্যে শুরু ২০২৫ সালের বাজেটের প্রস্তুতি, এবারও কি বাড়বে সরকারি কর্মীদের ডিএ? উৎসবের রাজপথে চৌকি বইলেন চিকিৎসকরা, শিরদাঁড়ার জোরের কাছে হার মানল কলকাতা পুলিশ সে জানে আমার জন্য কোনটা ভালো- নিজের সাফ্যলের কৃতিত্ব কাকে দিলেন মায়াঙ্ক? পুজোয় শুধু ঘর নয়, আলোর বন্যায় সেজে উঠুক বাগান-ছাদও,রইল টিপস ঋতাভরীর চোখে তাঁর মা দুর্গা এবং আর দিদি লক্ষ্মী! পুজোর আগে আবেগে ভাসলেন নায়িকা পুজোয় এবার বানিয়ে ফেলুন পেঁয়াজ পায়েস! ঠাকুরবাড়ির বিখ্যাত পরমান্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.