দুর্দান্ত শটে ছয় রান সংগ্রহ করার কথা ছিল লিয়াম লিভিংস্টোনের। তবে বাধ সাধে স্পাইডারক্যাম। বল সোজা গিয়ে লাগে ক্যামেরায়। ফলে নিশ্চিত ছক্কা থেকে বঞ্চিত হন লিভিংস্টোন। আম্পায়ার ডেড-বল ঘোষণা করায় পঞ্জাব কিংসের খাতায় যোগ হয়নি কোনও রান।
শনিবার একানা স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর ১১তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস। ম্যাচের শেষ ওভারে প্রযুক্তি ব্যবহারের সাইড এফেক্ট টের পায় পঞ্জাব। যদিও এই প্রথম নয়, বরং ক্রিকেটের মাঠে বারবার বাধা সৃষ্টি করেছে স্পাইডারক্যাম। চলতি আইপিএলেও এর আগে ম্যাচের গতি থমকেছে স্পাইডারক্যামের জন্য।
ক্রিকেটাররা প্রায়শই বিরক্ত হন মাথার উপর সারা মাঠ জুড়ে ঝুলে বেড়াতে থাকা এই ক্যামেরা নিয়ে। এবার লিয়ামস্টোনকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় নিশ্চিত ছক্কা থেকে বঞ্চিত হওয়ায়। অবশ্য স্পাইডারক্যাম বিঘ্ন ঘটানোয় ম্যাচের ফলাফলে কোনও প্রভাব পড়েছে এমনটা নয় মোটেও। কেননা এই ঘটনা যখন ঘটে, ততক্ষণে পঞ্জাবের হার নিশ্চিত হয়ে গিয়েছে।
শেষ ওভারে জয়ের জন্য পঞ্জাব কিংসের দরকার ছিল ৪১ রান। যার অর্থ, সব বলে ছক্কা মেরেও জয় তুলে নেওয়া সম্ভব ছিল না তাদের পক্ষে। বল করতে আসেন নবীন উল হক। তাঁর প্রথম বলেই জোরালো পুলশট খেলেন লিভিংস্টোন। বল সোজা গিয়ে লাগে স্পাইডারক্যামে। নিয়ম মতো ক্যামেরা তো দূরের কথা, এমনকি তার তারে বল লাগলেও সেটি ডেড-বল হিসেবে ঘোষণা করা হয়। সুতরাং, আম্পায়ার এক্ষেত্রে নবীনের সেই ডেলিভারিটিকে অবৈধ ঘোষণা করেন।
যদিও নবীনের সেই ওভারে লিভিংস্টোন ২টি ছক্কা ও ১টি চার মারেন। ওভারে ১৯ রান ওঠে। ২১ রানে ম্যাচ হারে পঞ্জাব কিংস। লিভিংস্টোন ১৭ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- ৯ জন ক্রিকেটার, যাঁরা প্রথম বলেই ছয় মেরে IPL কেরিয়ার শুরু করেন
ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে লখনউ সুপার জায়ান্টস। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৯ রান তোলে। কুইন্টন ডি'কক ৫৮, নিকোলাস পুরান ৪২ ও ক্রুণাল পান্ডিয়া অপরাজিত ৪৩ রান করেন। পঞ্জাবের স্যাম কারান ৩টি ও আর্শদীপ ২টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৮ রানে আটকে যায়। শিখর ধাওয়ান ৭০ ও জনি বেয়ারস্টো ৪২ রান করেন। লখনউয়ের মায়াঙ্ক যাদব ৩টি ও মহসিন খান ২টি উইকেট দখল করেন।