অবশেষে শাপমুক্তি। দীর্ঘ ১১ বছরের আইসিসি ট্রফি খরা কাটার পরে এমনটাই মনে হওয়া স্বাভাবিক ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। তবে সাফল্যের দিনে সচিন তেন্ডুলকর রোহিতদের কৃজজ্ঞতা জানালেন অন্য একটি কারণে। আসলে ১৭ বছর ধরে বয়ে বেড়ানো লজ্জা ধুয়ে মুছে সাফ করে দিল টিম ইন্ডিয়া। একদা যেখানে হতাশার অভাবনীয় অধ্যায় রচনা করেছিলেন সচিনরা, ঠিক সেখানেই বিজয় পতাকা উড়িয়ে গ্লানি মুছলেন রোহিত শর্মারা।
শনিবার ব্রিজটাউনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। স্বাভাবিকভাবেই এমন অসামান্য কৃতিত্বের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানান সচিন তেন্ডুলকর। তবে ভারতীয় ক্রিকেটের এমন উজ্জ্বল দিনে সচিন মনে করালেন, ২০০৭ সালে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ওয়ান ডে বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দল।
২০০৭-এর ওয়ান ডে বিশ্বকাপে কী ঘটেছিল:-
২০০৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের আসর বসে ওয়েস্ট ইন্ডিজে। সেবার টুর্নামেন্টের বি-গ্রুপে ভারতের লড়াই ছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও বারমুডার বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এই গ্রুপ থেকে সুপার এইটে যাওয়ার বিষয়ে ফেভারিট ছিল ভারত ও শ্রীলঙ্কা। তবে দুঃস্বপ্নের মতো ভারত গ্রুপের ২টি ম্যাচ হেরে বসে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে। ফলে গ্রুপ লিগ থেকেই ছিটকে যেতে হয় টিম ইন্ডিয়াকে।
বাংলাদেশের কাছে হার সঙ্গত কারণেই মেনে নেওয়া কঠিন ছিল। ঠিক তার আগে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। আগের বিশ্বকাপের ফাইনালিস্ট দল ২০০৭ বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নেয়, এটা অত্যন্ত হতাশার বিষয় সন্দেহ নেই। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে এটি ভারতের সব থেকে বড় ব্যর্থতা হিসেবেই বিবেচিত হয়।
আরও পড়ুন:- T20I-তে সব থেকে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ, বিশ্বরেকর্ড গড়ে বিদায় নিলেন বিরাট
ক্রিকেটার জীবনে বহু সাফল্য পেয়েছেন সচিন, তবে সেই ব্যর্থতা যে এতদিন মন থেকে মুছে ফেলতে পারেননি তিনি, সেটা বোঝা গেল শনিবার ভারত টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে। যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে ভারত ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে বিদায় নেয়, ঠিক সেখানেই দ্রাবিড়ের কোচিংয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সচিনের অভিনন্দন বার্তায় তাই উঠে আসে ২০০৭-এর প্রসঙ্গ।
টিম ইন্ডিয়াকে অভিনন্দন বার্তায় কী লেখেন সচিন:-
তেন্ডুলকর লেখেন, ‘ভারতীয় দলের জার্সিতে যোগ হওয়া প্রতিটি স্টার আমাদের দেশের নতুন প্রজন্মকে নিজেদের স্বপ্ন সত্যি করার দিকে একধাপ এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ভারত তাদের জার্সিতে চতুর্থ স্টার যোগ করল। এটি আমাদের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়।’
সচিন পরক্ষণেই লেখেন, ‘২০০৭ ওয়ান ডে বিশ্বকাপে আমাদের ব্যর্থতা থেকে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ জিতে ক্রিকেটের পাওয়ার হাউসে পরিণত হওয়া, ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ক্রিকেটের জীবনবৃত্ত পূর্ণ হল। আমার বন্ধু রাহুল দ্রাবিড়ের জন্য ভীষণ খুশি। ও ২০১১ বিশ্বকাপ জয়ের শরিক হতে পারেনি। তবে এই টি-২০ বিশ্বকাপ জয়ে ওর অবদান অপরিসীম।’