ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। তার আগে রবিবার দল ঘোষণা করা হয় বাংলাদেশের তরফে। ১৫ সদস্যের টিম লিস্টে নাম নেই অনেক তারকা ক্রিকেটারেরই। তাদের মধ্যে একজন হলেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। স্বভাবতই এরকম একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের নাম না থাকা নিয়ে শুরু হয় জল্পনা। এরই মাঝে রবিবারই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন তিনি। অনেকেই সেটাকে বোর্ডের উদ্দেশ্যে তাঁর ‘জবাব’ বলে মনে করছেন। ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ৫৫ বলে অপরাজিত ১২৫ রান করেন তিনি, যা বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান। তবে এরকম ফর্মে থাকা একজন ব্যাটসম্যানকে কেন বাদ দেওয়া হল দল থেকে? অনেকেই দাবি করতে থাকেন পরিবর্তনের বাংলাদেশে ধর্মের ভিত্তিতে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে কী বলছেন লিটন?
নিজের উপর হতাশ লিটন:
গতকাল বিপিএলে বিধ্বংসী ইনিংস খেলার পর বাংলাদেশের জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলেছিলেন লিটন। তিনি গত কয়েক ম্যাচে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি বলে স্বীকার করেছেন। লিটন দাস বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন আমার হাতে নেই। নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছে। তারা ঠিক করেছে কে খেলবে আর কে খেলবে না। আমার কাজ হল পারফর্ম করা। আমি শেষ কয়েকটা ম্যাচে তা করতে পারিনি। আমি সেই কারণে কিছুটা হতাশ ছিলাম। এই বিষয়টা নিয়ে মনোভাবটা আমার আজকের ম্যাচের আগে এবং পরে একই থাকবে। আজকের দিনটা কেটে গেছে। আমি আজ ভালো খেলেছি, কিন্তু এই ইনিংসটা অতীতে আসেনি। আমি আবার শূন্য থেকে শুরু করব। আমি আরও কঠোর পরিশ্রম করব, তারপর দেখা যাক কী হয়।’
ওডিআই ক্রিকেটে শেষ কিছু ম্যাচে ব্যর্থ লিটন:
বাংলাদেশের হয়ে শেষ কিছু ওডিআই ম্যাচে রান পাননি লিটন দাস। শেষ ৭টি ওয়ানডে ইনিংসে এক অঙ্কের বেশি রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। তাঁর সাম্প্রতিকতম ৫০+ স্কোর এসেছিল ২০২৩ সালের অক্টোবরে ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে। লিটন বলেন, ‘আমি বিষয়টা স্পষ্ট করতে চাই। নির্বাচকদের জন্য নয়, এটা যে আমি কেন দল থেকে বাদ পড়েছি। আমায় দলে রাখা হয়নি কারণ আমি পারফর্ম করতে পারিনি। আর সেটা স্বীকার করতে দ্বিধা নেই।’