ব্যাট হাতে ডাকাবুকো হলেও ইউসুফ পাঠান এমনিতে শান্ত স্বভাবের। তাঁর শরীরীভাষায় কদাচিৎই বাড়তি আগ্রাসন দেখা যায়। তবে ইঁটের আঘাত সহ্য করতে হলে পালটা পাথর ছুঁড়তেও যে ওস্তাদ তিনি, বুঝিয়ে দিলেন মন্টি পানেসরকে। রবিবার লেজেন্ডস লিগের ম্যাচে ব্যাট-বলের দ্বন্দ্ব পিছনের সারিতে চলে যায় দুই তারকার কথার লড়াইয়ে। ইউসুফ এক্ষত্রে হাসি মুখে যেভাবে পালটা দেন মন্টিকে, ব্রিটিশ তারকার পক্ষে তা হজম করা মুশকিল হবে সন্দেহ নেই।
রবিবার জম্মুতে চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের ১৭তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে ইরফান পাঠানের নেতৃত্বাধীন কোনারক সূর্যাস ওড়িশা ও গুরকিরত সিং মনের নেতৃত্বাধীন টয়াম হায়দরাবাদ। ভাই ইরফানের দলের হয়ে মাঠে নামেন ইউসুফ পাঠান। হায়দরাবাদের হয়ে খেলতে নামেন মন্টি পানেসর।
হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে পরিচিত ছন্দে ছিলেন না ইউসুফ পাঠান। তিনি ৭ রান সংগ্রহ করতেই খরচ করেন ১৮টি বল। একটিও বাউন্ডারি মারতে পারেননি ইউসুফ। পিচে রান করা যে সহজ ছিল না, সেটা বোঝা যায় স্পষ্ট।
ইউসুফকে ধীর গতিতে ব্যাট করতে দেখে পানেসর প্রথম ইনিংসের ১৬তম ওভারে বল করার সময় স্লেজিং শুরু করে দেন। আসলে ব্রিটিশ ক্রিকেটারদের কথার লড়াই থেকে দূরে সরিয়ে রাখা মুশকিল। পানেসর ইউসুফকে স্লেজিং করেন এই বলে যে, ‘তুমি কি টেস্ট খেলছ?’ প্রাথমকিভাবে বিষয়টিকে বিশেষ পাত্তা দেননি পাঠান। তিনি হেসে মাথা নেড়ে এড়িয়ে যান পানেসরের স্লেজিং। তবে ব্রিটিশ স্পিনার ফের একই কথা বললে ইউসুফ পালটা দেন এই বলে য, ‘টেস্টে কটা উইকেট নিয়েছ তুমি?’
দুই প্রাক্তন তারকার কথার লড়াই রীতিমতো উপভোগ্য মনে হয়ে ধারাভাষ্যকারদের কাছে। বোঝা যায় যে, প্রতিযোগিতামূলক ক্রিকেটের আসরে ফিরলে আবেগ সেই আগের মতোই কাজ করে ইউসুফদের মধ্যে।
ওড়িশা বনাম হায়দরাবাদ ম্যাচের ফলাফল
জম্মুতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওড়িশা। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১০০ রান সংগ্রহ করে। ৫১ বলে ৫১ রান করেন মুনাবীরা। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। হায়দরাবাদের পানেসর ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৮.২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১০১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫০ বলে ৫২ রান করেন গুরকিরত সিং মন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ওড়িশার হয়ে মুনাবীরা ৪ ওভারে ২৬ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।