আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কদিন আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। দলের অন্যতম সেরা পেসারই চোটের জন্য অনিশ্চিত হয়ে পড়লেন প্রতিযোগিতায়। লকি ফার্গুসন আইএলটি২০র কোয়ালিফায়ার ওয়ানে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। ডেজার্ট ভাইপার্স দলের অধিনায়কত্ব করছিলেন সেই ম্যাচে দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে।
দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর প্লে অফের দ্বিতীয় ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল লকি ফার্গুসনের দল। কিন্তু তিনি সেই ম্যাচে অধিনায়কত্ব করতে পারেননি, খেলতেও পারেননি। স্যাম কারান সেই দায়িত্ব পালন করেন। এবার ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারই অনিশ্চিত হয়ে পড়লেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
স্ক্যান করা হয়েছে লকির-
চোট কতটা গুরুতর, সেটা জানতে ইতিমধ্যেই চোটের জায়গায় স্ক্যান করা হয়েছে লকি ফার্গুসনের। ফেব্রুয়ারির ১৯ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে কিউয়িরা, তাঁর আগে লকির চোটে বেজায় চিন্তায় পড়ে গেছে ব্ল্যাক ক্যাপস শিবির। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলতেও আসেননি তিনি।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
স্ক্যান রিপোর্ট দেখেই সিদ্ধান্ত-
নিউজিল্যান্ডের কোচ ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে জানান, ‘লকি ফার্গুসনের কাল স্ক্যান হয়েছে আরবে। আমরা সেই ছবি হাতে পেয়েছি, আমরা এখন অপেক্ষা করছি চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য। এমনিতে দেখে ছোট হ্যামস্ট্রিং চোট মনে হচ্ছে। কিন্তু আমরা এখন চিকিৎসকদের পরামর্শ নেওয়ার অপেক্ষায় রয়েছি। তাঁদের কথা মতোই আমরা লকি ফার্গুসনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব যে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা ’।
উইলিয়ামসন-কনওয়ে যোগ দিয়েছেন দলে-
নিউজিল্যান্ডের দলে ফিরেছেন কেন উইলিয়ামসন, ডেভন কনওয়েরা। তাঁরা পাকিস্তানের দলের সঙ্গে যোগ দিয়ে খেলতেও নেমে গেছেন। ফলে ব্যাটিংয়ের দিকটি কিছুটা শক্তিশালী হয়েছে ব্ল্যাক ক্যাপসদের। কিন্তু ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফিতে নামার আগে দলের অন্যতম সেরা পেসারের চোটে বেজায় চিন্তায় পড়ে গেল ব্ল্যাক ক্যাপসরা। বিশেষ করে তাঁদের সাম্প্রতিক সাদা বলের ক্রিকেটে পারফরমেন্স তেমন ভালো না থাকায়।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
লকির পরিবর্ত হতে পারেন জ্যাকব ডাফি
লকি ফার্গুসন যদি খেলতে না পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেক্ষেত্রে স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে থাকা পেসার জ্যাকব ডাফিকে দলে নেওয়া হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্তই নিতে চাইছে না কিউয়িরা। কারণ লকি ফার্গুসন শুধু ভালো পেসারই নয়, আইসিসির ইভেন্টে খেলার অভিজ্ঞতা যেমন তাঁর রয়েছে তেমন দুবাইতে ILT20তে খেলায় সেখানকার মাঠ, পরিবেশ, পিচের সম্পর্কেও যথেস্ট অবগত এই পেসার।