শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে ইতিমধ্যেই অভিযান শেষ হয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। গ্রুপ পর্বে তাদের ছ'টি ম্যাচে পরপর জয় পেয়ে সমস্ত সমীকরণ মিলিয়ে দিয়ে প্লে অফে উঠেছিল আরসিবি। তাদের এই সাফল্যের পিছনে সব থেকে বড় ভূমিকা যার ছিল, তিনি নিঃসন্দেহে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মোট ৭৪১ রান এই বছরের আইপিএলে করেছেন বিরাট কোহলি। যার মধ্যে রয়েছে পাঁচ পাঁচটি অর্ধশতরান এবং একটি শতরানের ইনিংসও। ব্যাট হাতেই শুধু নয়, ফিল্ডিংয়ের সময়েও তাঁর এনার্জি ছিল দেখার মতন। আসন্ন টি-২০ বিশ্বকাপেও তিনি ভারতের হয়ে খেলছেন। এই বিশ্বকাপে ভালো কিছু করতে তাঁর দিকে তাকিয়ে থাকবে ভারতীয় দল। পাশাপাশি আরও একজন তাকিয়ে থাকবেন বিরাট কোহলির খেলা দেখতে! তিনি জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।
আরও পড়ুন: পিঠের ব্যথা নিয়ে আমি উদ্বেগ দেখালেও,কেউ বিশ্বাস করেনি- BCCI-এর বিরুদ্ধে ক্ষোভ উগরালেন শ্রেয়স
প্রসঙ্গত আরসিবির কোচিং স্টাফেও রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। সামনে থেকে দীর্ঘদিন বিরাটকে দেখছেন তিনি। পাশাপাশি জিম্বাবোয়ে এবং ইংল্যান্ডের সিনিয়র দলকে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ফলে বেশ অভিজ্ঞতা রয়েছে কোচ হিসেবেও। তিনি মনে করছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপেও আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিরাট কোহলি। আর তাই বিরাটের খেলা দেখতে যে তিনি মুখিয়ে রয়েছেন, তাও নিশ্চিত করে দিয়েছেন তিনি। এলিমিনেটরে আরসিবির হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট হাতে ৩৩ রান করেছিলেন বিরাট কোহলি। ১ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ।
আরও পড়ুন: ফের পাক শিবিরের কোন্দল প্রকাশ্যে, বাবরের ডেপুটি হতে পত্রপাঠ না করে দিলেন আফ্রিদি
বিশ্বকাপ শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাটকে নিয়ে বলতে গিয়ে অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘ওর সঙ্গে সাজঘর শেয়ার করাটা দারুণ এক অভিজ্ঞতা। প্রতিটা মুহূর্ত উপভোগ্য হয়ে ওঠে। একজন প্রাক্তন ব্যাটার হয়ে ওর ব্যাটিংও আমি দেখতে খুব উপভোগ করি। খেলাটার প্রতি ও এতটাই প্যাশনেট যে, আমরাও মাঝে মধ্যে অবাক হয়ে যাই। যেভাবে ও খেলাটাকে নিয়ে ভাবে, পরিকল্পনা করে, সেটাকে ও সাপোর্ট দেয় নিজের স্কিল, নিজের আক্রমণাত্মক মনোভাব দিয়ে। ওর মধ্যে জয়ের খিদেটা প্রবল। তাই আরও বেশি করে ওর খেলা দেখতে আমার ভালো লাগে। মাঠে ওর এনার্জি থেকে অনেক কিছু শেখার রয়েছে। আমি বিশ্বকাপেও (টি -২০) ওর খেলা দেখতে মুখিয়ে রয়েছি।’