সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানের। গত বছর থেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত এই অলরাউন্ডার। গতবার জানুয়ারি মাস নাগাদ শেখ হাসিনার সরকারের সাংসদ হিসেবে জিতেছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। কিন্তু দেশে বিপ্লবের সঙ্গে সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশে ঢোকা বন্ধ হয়ে যেতেই দেশে ফেরার রাস্তা বন্ধ হয়ে যায় শাকিব আল হাসানেরও।
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জিততে’! বলছেন পাক সহ অধিনায়ক! আগেই হার মানলেন?
খারাপ সময় অব্যাহত শাকিবের
শাকিবের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল খুনের মামলা। এরপরেও একাধিক অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে। কথা ছিল দেশের মাটিতে দঃ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলে টেস্ট থেকে অবসর নেবেন শাকিব, কিন্তু সেটা তিনি নিতে পারেননি। কারণ দেশে ঢুকলেই গ্রেফতার হতে পারেন, এই ভয়তে তিনি বাংলাদেশে আর ফেরেননি।
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয় শাকিবের
এরই মধ্যে শাকিব ফের ধাক্কা খেয়েছেন সম্প্রতি। তাঁর বোলিংয় অ্যাকশন অবৈধ বলে ঘোষিত হয়েছে। ইসিবির সেই দাবিতে শিলমোহর পড়েছে চেন্নাইতে দ্বিতীয়বার বোলিং পরীক্ষাতেও শাকিব ব্যর্থ হওয়ায়। ফলে কোনও ফ্র্যাঞ্চাইজি লিগেই আর শাকিব বোলিং করতে পারছেন না। আর ব্যাটে তিনি রানের মধ্যেও নেই। এই অবস্থায় এবার তাঁকে আর রিটেন করল না মেজর লিগ ক্রিকেটের ক্লাবও।
শাকিবকে ছেড়ে দিল LAKR
মেজর লিগ ক্রিকেটে শাকিব আল হাসান খেলতেন শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে। কিন্তু সম্প্রতি এলএকেআরের তরফে যে রিটেনশন লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে তিনজনের। তারা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং বাঁহাতি অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সর জনসন। ছেড়ে দেওয়া হয়েছে ডেভিড মিলার, জেসন রায়, অ্যাডাম জাম্পাদের মতো তারকাদেরও।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
কামিন্স-হেডদের ছেড়ে দিয়েছে-
এদিকে নাইট রাইডার্সের মতোই অন্যান্য এমএলসির দলও রিটেনশন লিস্টে দেখিয়েছে চমক। যেমন অজি অধিনায়ক প্যাট কামিন্সকে ধরে রাখেনি সানফ্রানসিসকো ইউনিকর্ন। ট্র্যাভিস হেডকে ছেড়ে দিয়েছে ওয়াশিংটন ফ্রিডম। কারণ জুন মাসে যখন এমএলসি হবে তখন অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তাই এই ক্রিকেটারদের পাওয়া যাবে না।
১৯ ফেব্রুয়ারি প্লেয়ার্স ড্রাফট-
প্রসঙ্গত ১৯ ফেব্রুয়ারি রয়েছে MLCর প্লেয়ার্স ড্রাফট। এখন দেখার সেখান থেকে দল পান কিনা শাকিব আল হাসান। গত মরশুমে MLCতে একটি উইকেট নেওয়া এবং ৬০ রান করা শাকিব বর্তমানে খেলছেন শুধুই ব্যাটার হিসেবে। তিনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পাননি খেলার।