বর্ডার গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। সিডনিতে শেষ ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাহ। হারের পর তিনি স্বীকার করেন, দলের মধ্যে স্পষ্টতার অভাব ছিল। দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে সিরিজে পরাজিত হল ভারত। এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশাও শেষ হয়ে যায় বিরাট-বুমরাহদের জন্য। তবে পুরো সিরিজে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন জসপ্রীত বুমরাহ। ৫ টেস্টের ৯ ইনিংসে বল করে ৩২ উইকেট নিয়েছিলেন তিনি। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজে বারবার মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের রান পাওয়ার খেসারত দিতে হয়েছে ভারতকে। পুরো সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি বুমরাহের নেতৃত্বে জিতেছিল ভারত।
পারিবারিক কারণে পার্থে প্রথম টেস্টে ম্যাচটি খেলেননি রোহিত শর্মা। সেই কারণেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাহ। ওই টেস্টেই বুমরাহের নেতৃত্বে ২৯৫ রানে ম্যাচ জেতে ভারত। সিডনিতেও দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। খারাপ ফর্মে থাকা রোহিত সেই টেস্টে নিজেকে ড্রপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। টেস্টে হারের পর বুমরাহ বলেছিলেন, ‘কিছুটা বিরক্তিকর তবে কখনও কখনও নিজের শরীরকে সম্মান করতে হয়। শরীরের সঙ্গে সবসময় লড়াই করা যায় না। খারাপ লাগছে, সম্ভবত সিরিজের সবথেকে মশলাদার উইকেটে বল করতে পারলাম না। প্রথম ইনিংসের দ্বিতীয় স্পেল করার সময়ই আমার একটু সমস্যা হচ্ছিল। প্রথম ইনিংসে বাকি বোলাররা এগিয়ে এসেছিল, তাদের সঙ্গে কথা হয়েছিল এবং বিশ্বাস রাখতে বলেছিলাম। একজন বোলার কম থাকায় দায়িত্ব নিতে হয়েছিল বাকিদের।’
তিনি আরও বলেছিলেন, ‘আজকে সকালেও একই কথা হয়েছিল। বলেছিলাম বিশ্বাস রাখতে এবং নিজেদের সেরাটা দিতে। দলে একটা কিন্তু কিন্তু ভাব ছিল, তবে আমরা পুরো সিরিজে লড়াই করেছি। আমরা আজকেও খেলার মধ্যে ছিলাম। কখনও মনে হয়নি আমরা খেলার বাইরে রয়েছি। আর এটাই হল আসল টেস্ট ক্রিকেট। খেলায় বেশিক্ষণ থাকা, চাপ তৈরি করা, চাপ গ্রহণ করা এবং পরিস্থিতির সঙ্গে খেলা সবই গুরুত্বপূর্ণ। আপনাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এই শিক্ষাগুলো আমাদের ভবিষ্যতে সাহায্য করবে। তারা (তরুণরা) অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, তারা আরও উন্নতি করবে।’ বুমরাহ শেষে যোগ করেন, ‘আমরা দেখিয়েছি যে আমাদের দলে অনেক প্রতিভা আছে। তরুণ ক্রিকেটাররা হতাশ যে আমরা জিততে পারিনি কিন্তু তারা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। এটি একটি দুর্দান্ত সিরিজ ছিল, অস্ট্রেলিয়াকে অভিনন্দন, তারা সত্যিই ভাল লড়াই করেছে।’