নতুন বছর শুরু হতেই বেজে গেছে আইপিএল ২০২৫-এর দামামা। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের দল গুছিয়ে নিয়েছে। চলছে এক এক করে অধিনায়ক ঘোষণার পালা। সেরকমই আজ নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করল লখনউ সুপার জায়ান্ট। গত বছর তাদের দলকে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। এবছর তাঁর ঠিকানা বদল হয়েছে। দলের অধিনায়ক হিসাবে এদিন ঋষভ পন্তের নাম ঘোষণা করলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলার জন্য কলকাতায় রয়েছে ভারতীয় দল। ফলে এদিন শহরেই এক অনুষ্ঠানের মাধ্যমে নিজের ক্রিকেট দলের অধিনায়কের নাম ঘোষণা করলেন গোয়েঙ্কা। ঋষভের ভূয়সী প্রশংসা করলেন এদিন তিনি।
সোমবার অধিনায়ক হিসাবে ঋষভ পন্তের নাম ঘোষণা করার সময় তাঁকে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী করলেন সঞ্জীব গোয়েঙ্কা। এদিন তিনি বলেন, ‘এখন সবাই মুম্বই আর চেন্নাইয়ের কথা বলে, আইপিএলের সফলতম অধিনায়ক হিসাবে সকলে মাহি আর রোহিতের নাম নেয়। কিন্তু আমার কথা মিলিয়ে নেবেন। আজ থেকে ১০-১২ বছর পর মাহি, রোহিত, ঋষভ তিনজনের নামই উঠে আসবে সেরা অধিনায়ক হিসাবে।’
শুধু এখানেই থামেননি গোয়েঙ্কা। তিনি জানিয়েছেন যে অধিনায়কত্ব করার মতো সব গুন উপস্থিত রয়েছে ঋষভের মধ্যে। তিনি বলেন, ‘আমি ওর মধ্যে নেতৃত্ব দেওয়ার এক অদ্ভূত ক্ষমতা লক্ষ্য করেছি। যেভাবে ও দলের ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে তাতে আমার মনে হয় ওর মধ্যে নেতৃত্ব দেওয়ার সব গুণ রয়েছে। আগামী দিনের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে উঠে আসবে ওর নাম। আমার মনে হয় ঋষভ পন্ত আগামী ১২-১৫ বছর খেলবে। তাই কীভাবে এর মধ্যে বেশি বেশি আইপিএল জেতা যায় সেটা ভাবতে হবে।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে সৌদি আরবের জেড্ডায় আয়োজিত হয়েছিল আইপিএল ২০২৫-এর মেগা অকশন। সেখানেই রেকর্ড ২৭ কোটি টাকার বিনিময় তাঁকে দলে নেয় লখনউ সুপার জায়ান্ট। গতবার কেএল রাহুলের সঙ্গে গোয়েঙ্কার কিছু সমস্যা হয়েছিল বলে জানা যায়। যেই কারণে এই মরশুমে তিনি যে দল পরিবর্তন করবে সেটা ধরেই নেওয়া হয়েছিল। এরকম অবস্থায় নতুন অধিনায়কের খোঁজে থাকা এলএসজি ম্যানেজমেন্ট ঋষভের জন্য ঝাপায়। টি-২০ ক্রিকেটে বিশেষত দেশের জন্য এখনও তেমন ভালো করতে পারেননি ঋষভ। তবে আইপিএলে তিনি মোটের ওপর ভালোই করেছেন। ২০১৬ সাল থেকে পন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে IPL খেলছিলেন। ২০২১ সালে তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় এই ফ্র্যাঞ্চাইজি। এবার দেখার সঞ্জীব গোয়েঙ্কার এই কথা মেলে কিনা।