সদ্য লখনউ সুপার জায়ান্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঋষভ পন্ত। কদিন আগেই লখনউ সুপার জায়ান্ট শিবিরের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তাঁদের দলের নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছিলেন। তখনই তিনি জানিয়েছিলেন পন্তকে শুধু ২-১ বছরের জন্য নেওয়া হয়নি। অনেক বড় পরিকল্পনা রয়েছে তাঁদের, সেই কারণেই তাঁকে দলে নেওয়া হয়েছে। গত বছর আইপিএলেই সেই সময়ের অধিনায়ক রাহুলকে কার্যত মাঠেই অপমান করেছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
এরপরই রাহুল দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এলএসজি যেন রাহুলের থেকে কিছুতেই বেরতে পারছে না। প্রথমত এলএসজি থেকে লোকেশ রাহুলকে ছেড়ে দেওয়ার পর তাঁকে নিয়ে অযথা বিতর্কিত মন্তব্য করেছিল এলএসজি কর্ণধার। জানিয়েছিলেন যারা দলের জন্য খেলে তাঁদেরকে রিটেন করা হয়েছে, এক্ষেত্রে নাম না করেই রাহুলকে কটাক্ষ করেছিলেন গোয়েঙ্কাবাবু। এবার ফের ঋষভ পন্তকে নিয়ে করা এক ভিডিয়োতে এলএসজির পক্ষ থেকে মজা ওড়ানো হল লোকেশ রাহুলকে নিয়ে, যিনি বিতর্কের ধারে পাশে থাকতে চান না। অথচ তাঁকেই জোর করে বিতর্কে টানা হল এবং ঘুরিয়ে অপমান করা হল বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
পন্তকে অধিনায়ক বেছে নেয় এলএসজি-
ঋষভ পন্তকে দলে নিয়ে অধিনায়ক ঘোষণা করার সময়ই সঞ্জীব গোয়েঙ্কাকে বলতে শোনা গেছিল, আগামী ১২-১৫ বছরে ৪-৫টি আইপিএল ট্রফি তাঁরা টার্গেট করছেন। এক্ষেত্রে ঋষভ পন্তকেই তাঁরা অধিনায়ক হিসেবে রেখে দিতে চান। পন্ত সরাসরি আইপিএল ট্রফি জেতার বিষয় কোনও মন্তব্য করতে না চাইলেও কর্ণধারের সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ দিয়েছিলেন।
পন্তের জন্য ভিডিয়ো পোস্ট এলএসজির
এবার লখনউ সুপার জায়ান্ট দলের পক্ষ থেকেই ঋষভ পন্তের ব্যাটিং স্টাইলের অনুকরণে একটি ভিডিয়ো পোস্ট করা হল। এক্ষেত্রে এলএসজির তরফে পন্তের ওপর যে অগাধ আস্থা রয়েছে, সেটাও বোঝা গেল। ২৭ কোটি টাকায় আইপিএলের নিলাম থেকে পন্তকে ঘরে তুলেছিল সঞ্জীব গোয়েঙ্কারা। ফলে এই ক্রিকেটারকে নিয়ে তাঁরা যে যথেষ্টই উচ্ছসিত এবং তাঁর ব্র্যান্ড ভ্যালুও আইপিএলের অনেকদিন আগে থেকেই কাজে লাগানো শুরু করে দিল এলএসজি।
কিন্তু এই ভিডিয়ো পোস্টের মধ্যে দিয়েই বিতর্ক তৈরি হল। কারণ তাঁরা যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা গেল এক ডানহাতি ব্যাটার ঠুকঠুক করে ব্যাটিং করছিলেন, অর্থাৎ কোথাও গিয়ে নাম না করে তাঁরা লোকেশ রাহুলকেই বোঝাতে চেয়েছেন বলে মনে করছে নেটিজেনরা।
ভাইরাল ভিডিয়ো-
ঋষভ পন্তকে নিয়ে লখনউ সুপার জায়ান্ট যে মজার ভিডিয়ো প্রকাশ করল, তাতে দেখা যাচ্ছে কয়েকজন বালক নিজেদের মধ্যে ক্রিকেট খেলছে। একজনের ব্যাটিং পছন্দ না হওয়ায় ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে একজন বলে উঠল,'ওর(পড়ুন কেএল রাহুল) ব্যাটিংয়ে মজা আসছে না ’। এরপরই পন্তের স্টাইলে ব্যাটিং করা আরেক বালক বলে উঠল, 'দাঁড়া এবার আমি খেলা দেখাচ্ছি’।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
লখনউয়ের সব মানুষ এবার থেকে এইভাবেই ক্রিকেট খেলবে-
এরপরই ঋষভ পন্তের মতো করে সেই ক্ষুদে ব্যাটার গোটা মাঠ জুড়ে শট খেলতে লাগল। তাঁর মধ্যে রিভার্রসুইপ, ফ্লিক, কাট, ব্যাক ফ্লিপ, স্কুপ সবই ছিল। সেই ভিডিয়ো লখনউ সুপার জায়ান্টের পক্ষ থেকে সমাজমাধ্যমে ছাড়া হয় এবং সঙ্গে লেখা হয়, ‘লখনউয়ের সব মানুষ এবার থেকে এইভাবেই ক্রিকেট খেলবে ’। অর্থাৎ পন্তের এমন শট সিরিয়াস সিচুয়েশনে যে তাঁরা উপভোগই করবেন, তাও বোঝা গেছে এই পোস্টে। শেষে এক বালককে বলতে শোনা যায়, ‘টুটা হে বোলার কা ঘামান্ড(গাব্বায় টেস্ট জেতার পর এই সংলাপ জনপ্রিয় হয়েছিল) ’।