২২ মার্চ থেকে শুরু আইপিএল ২০২৫। সেদিন প্রথম ম্যাচেই মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর প্রস্তুতি শুরু করে দিয়েছে বুধবার থেকেই। আর শনিবারই একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল তাঁরা নিজেদের মধ্যে। সেখানে টিম পার্পল এবং টিম গোল্ড মুখোমুখি হল একে অপরের।
প্র্যাকটিস ম্যাচে টিম গোল্ডের হয়ে খেলেন বেঙ্কটেশ আইয়ার, রহমানউল্লাহ গুরবাজরা। তবে সব থেকে বেশি অবাক করলেন সবাইকে কর্ণাটকের ক্রিকেটার লুভনিথ সিসোদিয়া। অনামি এই ক্রিকেটার রাসেল থেকে বৈভব অরোরা, আইপিএল খেলা প্রায় সব বোলারকেই ব্যতিব্যস্ত করে তোলেন দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে।
অর্ধশতরান করলেন বেঙ্কটেশ আইয়ার
গুরবাজ অবশ্য তেমন নজর কাড়তে পারলেন না। রাসেলের ওভারে একটি ছয় মারলেন, এরপরই তাঁকে আউট করলেন সেই রাসেলই। এরপর মাঠে নামেন বেঙ্কটেশ আইয়ার। আর এসেই তিনি বুঝিয়ে দেন, কেন তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় নিয়েছে নাইট শিবির। মাত্র ২৫ বলে ৭টি ছক্কা মেরে ৬১* রান করে মাঠ ছাড়েন বেঙ্কটেশ আইয়ার।
নজর কাড়লেন অনামী লুবনিথ
এদিকে অনামী লুবনিথ সিসোদিয়াও দুরন্ত ইনিংস খেলে নজর কাড়লেন প্র্যাকটিস ম্যাচে। আউট অফ দ্য সিলেবাস প্রশ্নের মতোই তিনি টিম পার্পেলের বোলারদের বিরুদ্ধে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, এরপর অনুকুল রায় তাঁকে আউট করেন। তাঁর ৪৬ এবং বেঙ্কির অর্ধশতরানের সাহায্যে ১০ ওভারের মধ্যেই ২ উইকেটে ১২১ রানে পৌঁছে যায় কেকেআর গোল্ড। পাওয়ারপ্লে শেষে টিম গোল করেছিল ১ উইকেটে ৭৩। অর্থাৎ পরের ৪ ওভারে ওঠে ৪৮ রান।
বৈভব অরোরা পরে ভালো বোলিং করেন
১৫ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৬২। শুরুর দিকে মণিশ পাণ্ডে একটু ধরে খেললেও ১৫তম ওভারে অনুকুল রায়কে একটি ছয় এবং একটি চার মারেন মণিশ। বৈভব অরোরা একটু বেশি রান দিলেন এদিনের বোলিংয়ে। এরপর অবশ্য তিনিই মঈন আলির উইকেটটি নিলেন। এরপর রভম্যান পাওয়েলকেও তিনি আউট করলেন। ১৯তম ওভারে পরপর চারটি চার মারেন রমনদীপ সিং। তাতেই গোল্ড টিমের স্কোর ২০০ পেরিয়ে যায় ৪ উইকেটে। এরপর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৫ রান তোলে গোল্ড দল।
দুই দলের প্রথম একাদশে কারা?
টিম গোল্ডেনের ক্যাপ্টেন বেছে নেওয়া হয় বেঙ্কটেশ আইয়ারকে। গোল্ডের প্রথম একাদশে ছিলেন- বেঙ্কটেশ আইয়ার, লুভনিথ সিসোদিয়া,রহমানউল্লাহ গুরবাজ, মনীশ পাণ্ডে, মঈন আলি,রভম্যান পাওয়েল, রামানদীপ সিং, চেতন সাকারিয়া, মায়াঙ্ক মার্কাণ্ডে ও নেট বোলাররা।
টিম পার্পলের অধিনায়কত্ব করেন নাইটদের মূল দলনেতা আজিঙ্কা রাহানে। তাঁদের প্রথম একাদশে ছিলেন কুইন্ট ডি কক,আজিঙ্কা রাহানে,অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, বৈভব অরোরা, অনুকূল রায় ও নেট বোলাররা।