সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে আগেই পৌঁছেছিল মুম্বই। এবার দ্বিতীয় সেমিফাইনালে আয়ুশ বাদোনির দিল্লিকে হারিয়ে দিল বেঙ্কটেশ আইয়ার, রজত পতিদারদের মধ্যপ্রদেশ দল। ফাইনালে শক্তিশালী মুম্বইয়ের মুখোমুখি হবে মধ্যপ্রদেশ। আজিঙ্কা রাহানের দুরন্ত ইনিংসে ভর দিয়ে বরোদাকে হারিয়ে ফাইনালে উঠেছিল মুম্বই। এবার মধ্যপ্রদেশের হয়েও নজর কাড়লেন রজত পদিতার, বেঙ্কটেশ আইয়াররা।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান তোলে বাদোনির দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটেই সেই রান তুলে নেয় মধ্যপ্রদেশ। ১৫.৪ ওভারের মধ্যেই রজত পতিদারের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যেই ম্যাচ জেতে মধ্যপ্রদেশ। ফাইনালে রাহানে, শ্রেয়সদের বিরুদ্ধে বেঙ্কটেশ, রজতদের লড়াই যে দেখার মতো হবে তা বলাই যায়।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
প্রথমে ব্যাট করতে আসে দিল্লি। টস জিতে মধ্যপ্রদেশের অধিনায়র রজত পতিদার ব্যাটিং করতে পাঠায় দিল্লিকে। ওপেনার যশ ধুল একদম ব্যর্থ হন, করেন ১৮ বলে মাত্র ১১ রান। তবে আরেক ওপেনার প্রিয়াংশ আর্য করেন ২৯ রান। অধিনায়ক আয়ুশ বাদোনি করেন ১৯ রান। শেষদিকে অনুজ রাওয়াত ও মায়াঙ্ক রাওয়াতের ব্যাটই ভদ্রস্থ রানে এনে দিয় দিল্লিকে। ২৪ বলে ৩৩ রান করেন অনুজ রাওয়াত, মায়াঙ্ক রাওয়াত করেন ২১ বলে ২৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে হর্ষ গাওলি করেন ১৮ বলে ৩০ রান। ৩৮ বলে ৪৬ রান করেন হরপ্রীত সিং। রজত পতিদার এরপর নেমে কার্যত ঝড় তুলে দেন। তিনি ২৬ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। সেই সুবাদে আর বেঙ্কটেশ আইয়াররা ব্যাট করতেই নামলেন না। আরসিবির এই তারকা বুঝিয়ে দিলেন, টি২০তে কেন তাঁকে রিটেন করেছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
কলকাতা নাইট রাইডার্স অবশ্য খুশি হবেন বেঙ্কটেশ আইয়ারের বোলিং দেখে। ব্যাটিং তাঁর এমনিতে খারাপ নয়। কিন্তু আইপিএলে নিয়মিত বোলিং করতে দেখা যায়নি বেঙ্কিকে। তাই সৈয়দ মুস্তাক আলিতে ভালো বোলিং এবং ধারাবাহিক বোলিং করায় ২৩.৭৫ কোটিরা বেঙ্কিকে নিয়ে কিছুটা অক্সিজেন পাচ্ছে কেকেআর। সৈয়দ মুস্তাক আলির সেমিফাইনালেও ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন বেঙ্কটেশ আইয়ার। দিল্লির অধিনায় আয়ুশ বাদোনি এবং হিম্মত সিংকে আউট করেন বেঙ্কটেশ আইয়ার।