হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল ২০২৪-এ হতাশাজনক পারফর্ম্যান্স মেলে ধরে মুম্বই ইন্ডিয়ান্স। নতুন মরশুমে তারা ক্যাপ্টেন বদল করে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে। তবে আইপিএল ২০২৫-এর আগে দলের হেড কোচ বদল করল এমআই।
অবশ্য এক্ষেত্রে নতুন কারও হাতে দায়িত্ব তুলে দেয়নি মুম্বই। তারা নির্ভরযোগ্য কোচকে দায়িত্বে ফেরায় বলা চলে। নতুন মরশুমের আগে মাহেলা জয়াবর্ধনেকে হেড কোচের পদে ফেরাল মুম্বই ইন্ডিয়ান্স। জয়াবর্ধনে মার্ক বাউচারের হাত থেকে দায়ত্ব নিচ্ছেন। বাউচারের কোচিংয়ে মুম্বই আইপিএল ২০২৪-এ লাস্টবয় তকমা নিয়ে মরশুম শেষ করে।
মুম্বইয়ের হেড কোচ হিসেবে জয়াবর্ধনের এটি দ্বিতীয় মেয়াদ হতে চলেছে। এর আগে ২০১৭ সালে প্রথম দফায় মুম্বইয়ের কোচ নিযুক্ত হন তিনি। ২০২২ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ ছিলেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা।
২০২২ সালে বাউচারের হাতে হেড কোচের দায়িত্ব ছাড়লেও জয়বর্ধনে জড়িয়ে ছিলেন এমআই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। তিনি এমআইয়ের গ্লোবাল হেড অফ পারফর্ম্যান্স নিযুক্ত হন। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন লিগে দল রয়েছে এমআই ফ্র্যাঞ্চাইজির। সব দলের মাথায় ছিলেন মাহেলা।
আইপিএল ছাড়া এমআই ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে মেজর লিগ (এমআই নিউ ইয়র্ক), এসএ-২০ (এমআই কেপ টাউন) ও ইন্টারন্যাশনাল লিগ টি-২০'তে (এমআই এমিরেটস)। জয়াবর্ধনে ফ্র্যাঞ্চাইজির এই চারটি দলের মধ্যে সমন্বয় সাধন করতেন। প্রতিভা খুঁজে বার করার দায়িত্বও ছিল তাঁর কাঁধে।
আরও পড়ুন:- Pakistan Test Squad: গণহারে ছাঁটাই! পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর-শাহিন-নাসিম
আইপিএলের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচিত হন মাহেলা জয়াবর্ধনে। প্রথম দফায় তাঁর কোচিংয়ে মুম্বই ইন্ডিয়ান্স তিনটি আইপিএল ট্রফি জেতে। অন্যদিকে মার্ক বাউচারের কোচিংয়ে মুম্বই ইন্ডিয়ান্স ২০২৩ আইপিএলের প্লে-অফে জায়গা করে নেয়। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের কাছে হেরে যায় তারা। ২০২৪ আইপিএলে বাউচারের কোচিংয়ে ভরাডুবির মুখে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স।
উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএল ২০২৪-এর আগে মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে দলের ক্যাপ্টেন নিযুক্ত করে হার্দিক পান্ডিয়াকে। অত্যন্ত সফল ক্যাপ্টেন রোহিতকে হঠাৎ করে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরাই বিষয়টি মেনে নিতে পারেননি। ফলে প্রবল বিদ্রুপের মুখে পড়তে হয় নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। এখন দেখার যে, পুরনো কোচকে ফেরানোর মতো আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্স পুরনো ক্যাপ্টেন রোহিত শর্মাকেও নেতৃত্বে ফেরায় কিনা।