ভারতীয় দলের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনি। তাঁর ট্রফি ক্যাবিনেটে নেই, এমন ট্রফির সংখ্যা কমই। টি২০ বিশ্বকাপ থেকে ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ টি২০। সবই নিজের কেরিয়ারে জিতেছেন তিনি। সেই ধোনি বলছেন, কখনই তিনি ক্রিকেট খেলাকে ব্যতিত রেখে পিআর-কে বেশি গুরুত্ব দেননি।
আরও পড়ুন- এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
বর্তমান ক্রিকেটে অনেক ক্রিকেটারের ম্যানেজাররাই সংশ্লিষ্ট ক্রিকেটারের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য পিআর করে থাকেন। অর্থাৎ দর্শক, ভক্তদের আরও কাছে ক্রিকেটারদের আনার চেষ্টা করে থাকেন তাঁরা। সেক্ষেত্রে ক্রিকেটার ব্যর্থ হলেও অনেক সময় তা পিআর স্ট্যান্সের মাধ্যমে ঢেকে দেওয়ার কাজও করেন অনেকে। যদিও মহেন্দ্র সিং ধোনি বলছেন, এসব পিআর তাঁর কোনও কাজেই লাগবে না, যদি তিনি নিজে ভালো ক্রিকেটটা খেলেন। আগামী আইপিএলে তিনি ৪ কোটি টাকায় খেলবেন সিএসকের হয়ে।
আরও পড়ুন-Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলছেন, ‘আমি কখনই সোশাল মিডিয়ার খুব বড় ফ্যান নয়। আমি আমার কেরিয়ারের বিভিন্ন সময় বিভিন্ন ম্যানেজারদের রেখেছি। আমি ২০০৪ সালে খেলা শুরু করেছি। তখন টুইটার, পরে ইনস্টাগ্রামও বেশ জনপ্রিয় হয়েছে। আমার ম্যানেজাররা অনেক সময়ই আমায় বলেছে আমাদের একটু পিআর প্রয়োজন। কিন্তু আমি তাঁদের সবার দিকে তাকিয়েই একই কথা বলেছি, আমি যদি ভালো ক্রিকেট খেলি তাহলে কোনও পিআরের দরকার নেই ’।
দলে তিনি সুরেশ রায়নাকে সব সময়ই প্রথম পছন্দ হিসেবে রাখতেন। রায়নাও বহু ম্যাচে জিতিয়েছেন ধোনির ভারতকে। যদিও মাহি বলছেন, দলে তিনি রায়ানাকে রাখলেও বাইকে তিনি কখনই বসাবেন না তাঁকা। মাহির কথায়, ‘ক্রিকেটারদের কোনও দুর্ঘটনা হলে তাঁরা আগেই হাঁটু, কনুইয়ের দিকে তাকায়। তাই বাইক থেকে অনেকেই নিজেদের দূরে রাখে। আমি একজনকে বাছতে পারি, যাকে কখনই আমার বাইকে চড়াতে চাইব না, সেটা হল সুরেশ রায়না ’।
এরপরই মহেন্দ্র সিং ধোনি জানান, তাঁর সঙ্গে একই দিনে ক্রিকেট থেকে অবসর নেওয়া রায়নাকে কেন তিনি বাইকের ব্যাক সিটে বসাতে চাননা। মাহি বলছেন, ‘আসলে সুরেশ রায়না খুব নড়ে। এবার আমি বাইক চালানোর সময় ও যদি দেখে কোনও ট্রাক কাছে চলে আসছে, তাহলে ও নড়তে শুরু করে দেবে। তাই ওকে কখনই বাইকে বসাতে চাই না ’।