চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আর বাংলাদেশের পারফর্ম্যান্স কার্যত একই রকমের। দু'দলই সাদামাটা ক্রিকেট খেলে হেরেছে নিজেদের প্রথম দু'ম্যাচে। উভয় দলই একসঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া নিশ্চিত করে। এমন পরিস্থিতিতে ওয়াসিম আক্রম শুরুতে সমালোচনা করেন পাকিস্তান ক্রিকেট দলের। এবার প্রাক্তন পাক তারকার নিশানায় বাংলাদেশের অভিজ্ঞ অল-রাউন্ডার মাহমুদুল্লাহ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে মাহমুদুল্লাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আক্রম। কিউয়িদের বিরুদ্ধে মাহমুদুল্লাহ ১৪ বল খেলে মাত্র ৪ রানে আউট হয়ে বসেন। ব্রেসওয়েলের বলে বড় শট নেওয়ার চেষ্টায় ও'রোর্কের হাতে ধরা পড়েন তিনি। পরে ফিল্ডিং করার সময় মাহমুদুল্লাহ রাচিন রবীন্দ্রর সহজ ক্যাচ ফেলে দেন।
'মাহমুদুল্লাহ কি ছুটি কাটাতে এসেছে?'
মাহমুদুল্লাহর ক্যাচ ছাড়া নিয়ে আক্রম বলেন, ‘অতি সহজ ক্যাচের সুযোগ ছিল ওটা। মাহমুদুল্লাহ মনে হয়ে এখানে ছুটি কাটাতে এসেছে। না ব্যাটিং করতে পারছে, না বোলিং।’
আক্রম পরক্ষণেই বলেন, ‘বাংলাদেশের কাছে এটা শিক্ষা নেওয়ার সময়। ওরা মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের এনেছে যাদের বয়স ৩৯ ও ৩৭ বছর। তরুণ ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করা উচিত। বয়স্ক ক্রিকেটাররা যদি চায় লাল বলের ক্রিকেট খেলতে পারে। সাদা বলের ক্রিকেটে ডাকাবুকো মানসিকতা দরকার। বাংলাদেশের এই বিষয়টা ভেবে দেখা দরকার। পরের বছরের টি-২০ বিশ্বকাপের জন্য দল তৈরির দিকে নজর দেওয়া উচিত।’
জোড়া হারে বিদায় বাংলাদেশের
বাংলাদেশ চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয় ভারতের কাছে। পরে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যান নাজমুল হোসেন শান্তরা। কিউয়িদের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৬ রান সংগ্রহ করে। ক্যাপ্টেন শান্ত ৭৭ রানের লড়াকু ইনিংস খেলেন। ব্রেসওয়েল ৪টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৪০ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১২ রানের দুরন্ত ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। ৫৫ রান করেন টম লাথাম।
উল্লেখযোগ্য বিষয় হল, বংলাদেশ যদি এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিত, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌড়ে টিকে থাকত পাকিস্তান। তবে বাংলাদেশ ম্যাচ হেরে বসায় তারা নিজেরা তো ছিটকে যায়ই, সেই সঙ্গে পাকিস্তানের আশাও শেষ হয়ে যায়। এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, নাজমুলদের হারে পাকিস্তানের ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যায় বলেই কি আক্রমের রাগের কারণ হয়ে দাঁড়ান বাংলাদেশের অভিজ্ঞ তারকা?