অনন্তপুরে ভারত সি ও ভারত বি দলের দলীপ ট্রফির ম্যাচ চলছে। প্রথম ইনিংসে ব্যাট করে রানের পাহাড় তৈরী করে ভারত সি। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ইতিমধ্যেই বেকায়দায় ভারত বি। ৫ উইকেটই নিয়েছেন ভারত সি দলের হয়ে প্রতিনিধিত্ব করা অংশুল কম্বোজ। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ফাইফার নিলেন অংশুল। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডারের জন্ম হরিয়ানায়। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে এবছর আইপিএলে তাঁর অভিষেক হয়। তবে সেভাবে সুযোগ পাননি খেলার। ৩টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২টি উইকেটও পেয়েছিলেন।
এবছর দলীপ ট্রফিতে ভারত সি দলের হয়ে খেলার সুযোগ পান অংশুল কম্বোজ। প্রথম ম্যাচে ভারত ডি-এর বিরুদ্ধে ২ ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় ম্যাচে সবাইকে চমকে দেন কম্বোজ। বল হাতে ৫ উইকেট নিলেন তিনি। এটি তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেট জীবনের প্রথম ফাইফার। ভারত সি দলের হয়ে বল হাতে তিনি এদিন নারায়ণ জগদীশান, মুশির খান, সরফরাজ খান, রিঙ্কু সিং এবং নীতিশ কুমার রেড্ডিকে আউট করেন। উল্লেখ্য, ব্যাট হাতে বেশ আগের ম্যাচে দাপট দেখিয়েছিলেন মুশির খান। নিজের প্রথম ম্যাচেই ১৮১ রান করে ভেঙেছিলেন সচিন তেন্ডুলকরের দলীপ ট্রফির রেকর্ড। তবে এদিনের ম্যাচে দাঁড়াতেই পারলেন না তিনি। ১ রানে অংশুলের বলে এলবিডব্লিউ হয়ে যান মুশির।
এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলেছেন অংশুল কম্বোজ। ব্যাট হাতে সংগ্রহ করেছেন ২৮৬ রান। বল হাতে নিয়েছেন ২৭ উইকেট। এর আগে তাঁর বেস্ট বোলিং ফিগার ছিল ২৪/৩। প্রসঙ্গত, দলীপ ট্রফির প্রথম ইনিংসে ৫২৫ রান তোলে ভারত সি। ১২৬ বলে ১১১ রানের অসাধারণ ইনিংস খেলেন ইশান কিষান। এছাড়াও ভারত সি দলের হয়ে অর্ধশতরান করেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, বাবা ইন্দ্রজিৎ এবং মানব সুথার। অন্যদিকে জবাবে ব্যাট করতে নেমে বেকায়দায় ভারত বি। দ্রুত ৭ উইকেট হারিয়ে বেশ চাপে তারা। দিনের শেষে ৩০৯ রান তুলেছে ভারত বি। ১৪৩ রানে অপরাজিত রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। অন্যদিকে ১৮ রানে অপরাজিত রয়েছেন রাহুল চাহার। ভারত সি-এর হয়ে কম্বোজ বাদে ১টি করে উইকেট নিয়েছেন বিজয় কুমার বৈশক ও মায়াঙ্ক মার্কান্ডে।