বাংলা নিউজ > ক্রিকেট > Duleep Trophy: প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর

Duleep Trophy: প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর

অংশুল কম্বোজ। (ছবি- এক্স)

চলছে ভারত বি বনাম ভারত সি দলের দলীপ ট্রফির ম্যাচ। সেই ম্যাচে নতুন নজির গড়লেন অলরাউন্ডার অংশুল কম্বোজ। ৫ উইকেট নিয়ে একাই ভারত বি দলকে চাপে ফেলে দিলেন অংশুল।  

অনন্তপুরে ভারত সি ও ভারত বি দলের দলীপ ট্রফির ম্যাচ চলছে। প্রথম ইনিংসে ব্যাট করে রানের পাহাড় তৈরী করে ভারত সি। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ইতিমধ্যেই বেকায়দায় ভারত বি।  ৫ উইকেটই নিয়েছেন ভারত সি দলের হয়ে প্রতিনিধিত্ব করা অংশুল কম্বোজ। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ফাইফার নিলেন অংশুল। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডারের জন্ম হরিয়ানায়। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে এবছর আইপিএলে তাঁর অভিষেক হয়। তবে সেভাবে সুযোগ পাননি খেলার। ৩টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২টি উইকেটও পেয়েছিলেন। 

এবছর দলীপ ট্রফিতে ভারত সি দলের হয়ে খেলার সুযোগ পান অংশুল কম্বোজ। প্রথম ম্যাচে ভারত ডি-এর বিরুদ্ধে ২ ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় ম্যাচে সবাইকে চমকে দেন কম্বোজ। বল হাতে ৫ উইকেট নিলেন তিনি। এটি তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেট জীবনের  প্রথম ফাইফার। ভারত সি দলের হয়ে বল হাতে তিনি এদিন নারায়ণ জগদীশান, মুশির খান, সরফরাজ খান, রিঙ্কু সিং এবং নীতিশ কুমার রেড্ডিকে আউট করেন। উল্লেখ্য, ব্যাট হাতে বেশ আগের ম্যাচে দাপট দেখিয়েছিলেন  মুশির খান। নিজের প্রথম ম্যাচেই ১৮১ রান করে ভেঙেছিলেন সচিন তেন্ডুলকরের দলীপ ট্রফির রেকর্ড।  তবে এদিনের ম্যাচে দাঁড়াতেই পারলেন না তিনি।  ১ রানে অংশুলের বলে এলবিডব্লিউ হয়ে যান মুশির।  

এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলেছেন অংশুল কম্বোজ। ব্যাট হাতে সংগ্রহ করেছেন ২৮৬ রান। বল হাতে নিয়েছেন ২৭ উইকেট। এর আগে তাঁর বেস্ট বোলিং ফিগার ছিল ২৪/৩।  প্রসঙ্গত, দলীপ ট্রফির প্রথম ইনিংসে ৫২৫ রান তোলে ভারত সি।  ১২৬ বলে ১১১ রানের অসাধারণ ইনিংস খেলেন ইশান কিষান।  এছাড়াও ভারত সি দলের হয়ে অর্ধশতরান করেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, বাবা ইন্দ্রজিৎ এবং মানব সুথার। অন্যদিকে জবাবে ব্যাট করতে নেমে বেকায়দায় ভারত বি। দ্রুত ৭ উইকেট হারিয়ে বেশ চাপে তারা।  দিনের শেষে ৩০৯ রান তুলেছে ভারত বি। ১৪৩ রানে অপরাজিত রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। অন্যদিকে ১৮ রানে অপরাজিত রয়েছেন রাহুল চাহার। ভারত সি-এর হয়ে কম্বোজ বাদে ১টি করে উইকেট নিয়েছেন বিজয় কুমার বৈশক ও মায়াঙ্ক মার্কান্ডে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.