মঙ্গলবার ভারতীয় মহিলা ক্রিকেট দল ও এই দলের ব্যাটার হারলিন দেওলের জন্য একটি বিশেষ দিন ছিল। বাদোদরায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ২৬ বছর বয়সি হারলিন দেওল তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন। ভারতের এই মহিলা ব্যাটার মাত্র ৯৯ বলে শতরান পূর্ণ করেন এবং একটি বিশেষ ক্লাবে প্রবেশ করেন।
হারলিন দেওলের ইনিংসের উপর ভর করে ভারতীয় দলও নিজের নামে একটি বিশেষ রেকর্ড গড়েছে। ভারত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে। ওডিআই ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটাই ভারতের সবচেয়ে বড় স্কোর। হারলিন দেওল তৃতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন এবং ওডিআই সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় মহিলা ব্যাটার হয়েছেন।
আরও পড়ুন… IND W vs WI W 2nd ODI: হারলিনের শতরানে রেকর্ড রান, হেইলির সেঞ্চুরির পরেও ১১৫ রানে হারল উইন্ডিজ
দেওলের বিশেষ সেঞ্চুরি
হারলিন দেওল তিন নম্বরে এসে ১০৩ বলে ১৬টি চারের সাহায্যে ১১৫ রান করেন। হারলিন এখন মিতালি রাজ এবং অঞ্জুম চোপড়ার ক্লাবে জায়গা করে নিয়েছেন। হারলিন দেওল ছাড়াও ওপেনার স্মৃতি মন্ধানা (৫৩), প্রতিকা রাওয়াল (৭৬) এবং জেমিমা (৫২) ভারতের হয়ে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন।
ম্যাচটি জিতেছে ভারত-
সিরিজের দ্বিতীয় ওডিআইতে ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে ১১৫ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। তিন ম্যাচের সিরিজে ২-০ তে অপ্রতিরোধ্য লিড নিয়েছে ভারত। এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হারলিন দেওল।
আরও পড়ুন… ভিডিয়ো: ICU-তে বিনোদ কাম্বলি, খুব আশার কথা বলতে পারলেন না চিকিৎসক
ম্যাচের সেরা হয়ে কী বললেন হারলিন দেওল
প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন হারলিন দেওল। ম্যাচের সেরা হয়ে হারলিন বলেন, ‘অবশ্যই এটা আমার জন্য খুবই গর্বের মুহূর্ত, এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি। এটা এখন শুধু উপভোগ করছি। আমি যখন ব্যাট করতে আসি, তখন আমার কাছে অনেকটাই সময় ছিল। আমি কিছুক্ষণ খেলার কথা ভেবেছিলাম। আমি জানতাম, যত বেশি খেলব, তত বেশি শট খেলতে পারব। এটাই আমার মাথায় ছিল, তেমন আর কিছুই ছিল না। আপনি যখন ভালো ব্যাটিং করেন, তখন আপনি যেখানেই ব্যাটিং করুন না কেন, সবটাই ভালো হয়। এটা ভাবলে সবসময়ই আপনার কাছে খেলাটা সহজ হয়ে যায়।’
আরও পড়ুন… ফাইনালে মাত্র ৬৫ রান তুলেই NCL T20 Champions রংপুর! ঢাকা মেট্রোকে হারাল ৫ উইকেটে
আমি দিনের পর দিন সেঞ্চুরি করার কথা ভাবতাম- হারলিন দেওল
এরপরে হারলিন বলেন, ‘শেষ যে ম্যাচটা খেলেছি, সেই ধারা অব্যাহত রাখার কথা ভেবেছিলাম। আমার কাছে অনেক কিছু বোঝায়, আমি যখন রিহ্যাবে ছিলাম, আমি দিনের পর দিন সেঞ্চুরি করার কথা ভাবতাম। চূড়ান্ত লক্ষ্য ছিল দলকে জেতানো এবং আজ সেই স্বপ্ন সত্যি হল। তাই আমি স্রোতের সঙ্গে চলে গেলাম। আমার জন্য এটি প্রথম, আমি স্ক্র্যাপি সেঞ্চুরি সম্পর্কে ততটা জানি না। কিছু শট
ঠিকঠাক ছিল না। আমি আমার পার্টনারদের সঙ্গে কথা বলি, তারা আমাকে বলেছে যে সেই শটগুলি ঠিক নয়, তাই অন্য শট খেলি।’