অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ান স্পিডস্টার মিচেল স্টার্ক একাই ভারতীয় ব্যাটিং অর্ডারে তাণ্ডব সৃষ্টি করে দিয়েছিলেন। অজি পেসারের বিধ্বংসী বোলিংয়ের শিকার যশস্বী জয়সওয়াল থেকে বিরাট কোহলিরা। গত ম্যাচের দুই সেঞ্চুরিয়নের উইকেট তুলে নেওয়ার পাশাপাশি অশ্বিনদের উইকেটও পকেটে স্টার্কের। প্রথম ইনিংসে নিয়েছেন মোট ৬টি উইকেট।
আরও পড়ুন-Nz vs Eng- নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ওভারেই ছয়! বিরল নজির জ্যাক ক্রলির…
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ভারতের বিপক্ষে নিজের কেরিয়ারের সেরা বোলিং ফিগার অর্জন করলেন মিচেল স্টার্ক। ৪৮ রান দিয়ে তিনি তুলে নেন ৬ উইকেট। একের পর এক তাবর তাবর ব্যাটাররা তাঁর শিকারের তালিকায়। গত ম্যাচে তাঁর বলের গতি নিয়ে যারা প্রশ্ন করেছিল, আজ তাঁদের বিরুদ্ধে একেবারে সুদে আসলে জবাব দিয়ে রাগ পুশিয়ে নিয়েছেন স্টার্ক।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
যদিও স্টার্কের নজর কাড়ার দিনেই একটিও উইকেট না নিয়েও শিরোনামে ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। ১০ ওভার বোলিং করে তিনটি মেডেনসহ ২৯ রান দিয়েছেন সিরাজ। তবে এরই মধ্যে স্পিডমিটার বা স্পিডগানের ভুলে হঠাৎই সিরাজ গড়ে ফেলেছিলেন বিশ্বরেকর্ড, যদিও সিরাজ সেকথা জানতেন না। ফ্যানরা টিভিতে সেই ছবি দেখতেই ভাইরাল করে দিলেন।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
অজি ইনিংসের ২৫তম ওভারে সিরাজের সঙ্গে বাক্য বিনিময় হয় মার্নাস ল্যাবুশেনের। আসলে সিরাজ বোলিং লাইন আপের শেষে চলে আসার পর তাঁকে থামান ল্যাবুশেন, এক্ষেত্রে তারও খুব দোষ ছিল না। কিন্তু রাগের বশে ল্যাবুশেনের দিকের উইকেটে বল ছোঁড়েন সিরাজ। পাল্টা ল্যাবুশেনও বোঝানো চেষ্টা করেন সাইড স্ক্রিনে লোক হাঁটাচলা করায় তাঁকে খেলা থামাতে হয়েছে।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
কিন্তু সেই ওভারেই একটু পরে দেখা যায়, স্পিডগানের ভুলে ডিএসপি মহম্মদ সিরাজ নাকি বোলিং করেছেন ১৮১.১ কিমি প্রতি ঘন্টার গতিবেগে, অর্থাৎ পাকিস্তানের পেসার শোয়েব আখতারের করা রেকর্ডের প্রায় ২০ কিমি বেশি গতিবেগে। এই ছবি টিভিতে আসতেই হাসির রোল পড়ে যায়, সঙ্গে কেউ কেউ মজার মিমও শেয়ার করতে থাকেন। প্রসঙ্গত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৮৬।
কেউ মজা করে লেখেন, সিরাজকে দেখে স্পিডোমিটারও ভয় পায়।
কেউ লিখলেন সকলের সামনে উপস্থিত হচ্ছে বিশ্বের দ্রুততম বোলার।
কেউ আবার মজা করে লিখলেন ভিভ রিচার্ডসের পর এবার শোয়েব আখতারের মতো পারফরমেন্সও তিনি দেখাতে চাইছেন।